অধিকাংশ মহিলাই গর্ভাবস্থায় আচার খেতে পছন্দ করেন, জেনে নিন আচার খাওয়া আদৌ নিরাপদ কি না

গর্ভাবস্থা প্রতিটি মেয়ের শরীরে দেখা দেয় নানান পরিবর্তন। টক, আম, আচার এই সব খাবারের প্রতি গর্ভবতী মহিলারা আগ্রহী হয়ে থাকেন।

গর্ভাবস্থ প্রতিটি মেয়ের জন্য সুন্দর সময়। এই সময় সকলেই নিজের সকল পছন্দ অপছন্দ ত্যাগ করে বাচ্চার দিকে বেশি খেয়াল রাখেন। তার বিকাশের জন্য নানান পদ্ধতি নিয়ে থাকেন। তেমনই গর্ভাবস্থা প্রতিটি মেয়ের শরীরে দেখা দেয় নানান পরিবর্তন। টক, আম, আচার এই সব খাবারের প্রতি গর্ভবতী মহিলারা আগ্রহী হয়ে থাকেন।

গবেষণায় দেখা গিয়েছে, প্রতি ত্রৈমাসিকে গর্ভাবস্থায় হরমোনের পরিবর্তন হয়। এর হরমোনের পরিবর্তনের জন্য কখনও খিদে বাড়ে। তেমনই কখনও বিশেষ বিশেষ খাবার খাওয়ার ইচ্ছা প্রকাশ করে। এই সময় অনেকেরই টক খেতে ইচ্ছা করে। অনেকেই আচার খেয়ে থাকেন। বিশেষজ্ঞদের মতে, আচারে আছে লেবু কিংবা গাজরের মতো উপদান। এই সকল খাবারে আছে ভিটামিন সি ও কে। এগুলো খেলে শরীরে কোনও সমস্যা হয় না। তবে, আপনি যদি বেশি পরিমাণে এমন খাবার খেয়ে থাকেন, তা শরীরে সমস্যা তৈরি হতে পারে। আচার খাওয়ার ইচ্ছা হলে জেনে নিন তা কতটা পরিমাণ খাওয়া উচিত।

Latest Videos

তেমনই আচার তৈরিতে তেল ও মশলা ব্যবহার করে থাকেন। তাই অধিক আচার খাবেন না। গর্ভাবস্থায় এটি অতিরিক্ত আচার খাওয়া মা ও বাচ্চা উভয়ের স্বাস্থ্যহানীর কারণ হতে পারে। অধিক তেল ও মশলা গর্ভবতী মহিলা ও শিশুর ওপর প্রভাব ফেলতে পারে। তাই এই সময় অতিরিক্ত আচার নয়।

তেমনই আচারে থাকে নুন। যা শরীরে সোডিয়ামের স্তর বাড়িয়ে দিতে পারে। গর্ভাবস্থায় প্রতিটি মেয়ের শরীরে নানান জটিলতা দেখা দেয়। এই সময় সকলেরই হরমোনের স্তরের পরিবর্তন হয়। তাই সুস্থ থাকতে চাইলে অধিক আচার খাবেন না। এটি বাড়াতে পারে শারীরিক জটিলতা। তাই এই সময় টক খান পরিমিত।

তেমনই এই সময় রোজ ৭ থেকে ৮ গ্লাস জলপান করা আবশ্যকের প্লাস্টিকের বোতল থেকে জল পান করা এড়িয়ে চলুন। প্লাস্টিকের বোতল থেকে জল খেলে সেই বোতলে থাকা রাসায়নিক পদার্থ জলের সঙ্গে মিশে যায়। তা স্বাস্থ্যের ওপর খারাপ প্রভাবে ফেলে। তেমনই রোজ প্রোটিন, ভিটামিন, ক্যালসিয়াম, খনিজ পূর্ণ খাবার খান। এটি স্বাস্থ্যের উন্নতি ঘটাবে। গর্ভবতী মহিলা ও বাচ্চা উভয়ে রাখবে সুস্থ। সঙ্গে যে কোনও পদক্ষেপ নেওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিন। এতে মিলবে উপকার। দূর হবে নানান শারীরিক জটিলতা। বাচ্চা ও মা উভয় ভালো থাকবে।

 

আরও পড়ুন-

খাদ্যতালিকায় যোগ করুন নারকেল তেল, মিলবে ছয় উপকার, জেনে নিন কোন উপায় মিলবেউপকার

অ্যাভোকাডো কোলেস্টেরল কমানোর সবচেয়ে নিশ্চিত উপায়, এটি হার্টকে সুস্থ রাখে, জেনে নিন এর চমকপ্রদ উপকারিতা

iPhone 13 Pro Max মাত্র ৬০০০ টাকায় বিক্রি হচ্ছে টাকায় বিক্রি হচ্ছে, গ্রাহকরা কেনার জন্য প্রচুর উৎসাহ দেখাচ্ছেন

Share this article
click me!

Latest Videos

'উনি চক্রান্তের বড় শিকার' নেতাজির জন্মদিনে এ কী বললেন মমতা? Mamata on Netaji
রাগের মাথায় এ কী করে বসলো স্বামী! দেখলে আঁতকে উঠবেন, চাঞ্চল্য Nadia-এ | North 4 Parganas News Today
সুকান্ত মজুমদারকে বিজেপির নবজাতক আখ্যা কুণালের, পাল্টা দিয়ে যা বললেন সুকান্ত : Sukanta on Kunal
নেতাজির 'মৃত্যুদিন' ঘোষণা রাহুলের, ক্ষোভ উগরে একহাত নিলেন সুকান্ত মজুমদার | Sukanta on Rahul
ED Raid Today: Kolkata-র একাধিক স্থানে ফের ED-র অভিযান! Salt Lake-এ হাজির বিশাল ইডির দল | Kolkata