নিমেষে কমায় দাঁতের যন্ত্রণা, এ ছাড়াও এই ছোট্ট মশলার কিছু বিশেষ কেরামতি জানলে অবাক হবেন

নিমেষে কমায় দাঁতের যন্ত্রণা, এ ছাড়াও এই ছোট্ট মশলার কিছু বিশেষ কেরামতি জানলে অবাক হবেন

Anulekha Kar | Published : Jun 6, 2024 5:26 PM IST
18
লবঙ্গের কেরামতি জানেন?

তীব্র ঝাঁঝালো এই রান্নাঘরের উপাদানের গুণ কম নেই। রোজ খেলে কী কী রোগ থেকে নিষ্কৃতি পাবেন, জানলে অবাক হয়ে যাবেন।

28
লবঙ্গের কেরামতি জানেন?

রোজ একটা লবঙ্গ খেলে একেবারেই সর্দি-কাশিতে ভুগতে হয় না। সর্দি কাশি থেকে বাঁচাতে অত্যন্ত উপাকারী এই উপাদান।

38
লবঙ্গের কেরামতি জানেন?

বহু মানুষ শ্বাসকষ্টের সমস্যা ভোগেন। ঠিক করে শ্বাস-প্রশ্বাস নিতে পারেন না। বিশেষত সেইসব ব্যক্তিদের জন্য অত্যন্ত উপকারী লবঙ্গ।

48
লবঙ্গের কেরামতি জানেন?

বদহজমে শুধু একটা লবঙ্গ মুখে নিন। মিনিটের মধ্যে বদ হজম দূর করতে পারে এই বিশেষ পথ্য।

58
লবঙ্গের কেরামতি জানেন?

যেকোনও সংক্রমণ থেকে বাঁচাতে পারে লবঙ্গ। লবঙ্গ খেলে সংক্রমণ হওয়ার আশঙ্কা কমে।

68
লবঙ্গের কেরামতি জানেন?

দাঁতের যন্ত্রণার মহৌষধ লবঙ্গ। যে দাঁতে যন্ত্রণা হচ্ছে তার গোড়ায় চেপে ধরলে আরাম পাওয়া যায়।

78
লবঙ্গের কেরামতি জানেন?

শুধু দাঁতের নয়, পেটের যন্ত্রণাতেও উপকারী লবঙ্গ। পেটে যন্ত্রণা বোধ করলে লবঙ্গ খেয়ে দেখতে পারেন।

88
লবঙ্গের কেরামতি জানেন?

এ ছাড়া যাদের মুখে দুর্গন্ধ হয় তাদের জন্য উপকারী পথ্য হল লবঙ্গ। রোজ খেলে মুশকিল আসান হতে পারে।

Share this Photo Gallery
click me!

Latest Videos