Insomnia: ঝট করে ঘুম আসতে চায় না? বিছানায় পড়লেই ঘুমে চোখ ঢুলে আসবে, জেনে নিন অসাধারণ ফর্মুলা

ঝট করে ঘুম আসতে চায় না? বিছানায় পড়লেই ঘুমে চোখ ঢুলে আসবে, জেনে নিন অসাধারণ ফর্মুলা

Anulekha Kar | Published : Jun 6, 2024 4:41 PM IST / Updated: Jun 07 2024, 06:01 PM IST

18
বিছানায় পড়লেই ঘুম আসবে! জেনে নিন উপায়

সারা রাত এপাশ-ওপাশ করেও ঘুম আসছে না? রাতে ঠিক করে ঘুম না হলে সারাদিন শরীর ম্যাজম্যাজ করে। এক্ষেত্রে এমন কিছু বিশেষ উপায় রয়েছে যা মানলে ঝটপট ঘুম আসবে।

28
বিছানায় পড়লেই ঘুম আসবে! জেনে নিন উপায়

রাতে ভালো ঘুম পেতে ঘুমানোর ঠিক এক ঘণ্টা আগে ফোনের আলো থেকে দূরে থাকতে হবে। ফোনের আলো অনিদ্রার একটি বিশেষ কারণ এর থেকে আগত ব্লু লাইট ঘুম নষ্ট করে।

38
বিছানায় পড়লেই ঘুম আসবে! জেনে নিন উপায়

রোজ রাতে এক গ্লাস দুধ পান করতে পারেন। দুধ শরীরে আরাম দেয় ও তাড়াতাড়ি ঘুম পেতে সহায়তা করে।

48
বিছানায় পড়লেই ঘুম আসবে! জেনে নিন উপায়

এ ছাড়া ঘুমানোর আগে কফি বা চা জাতীয় পানীয় পান করবেন না। এটি শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক। এই ধরনের পানীয়তে থাকা ক্যাফেইন ঘুম নষ্ট করে।

58
বিছানায় পড়লেই ঘুম আসবে! জেনে নিন উপায়

অনেকেরই রাতে হাঁটতে যাওয়ার অভ্যাস রয়েছে, এই অভ্যাসও ঘুম নষ্ট করার একটি বিশেষ কারণ। রাতে ঘুমানোর আগে হাটতে গেলে শরীরে এনার্জি আসে ও চট করে ঘুম আসতে চায় না।

68
বিছানায় পড়লেই ঘুম আসবে! জেনে নিন উপায়

ঘুম না এলে চোখ বন্ধ করে মেডিটেশন করুন। যতক্ষণ না মন স্থির হচ্ছে মেডিটেশন করুন।

78
বিছানায় পড়লেই ঘুম আসবে! জেনে নিন উপায়

দিনে ৭ থেকে ৮ ঘণ্টা ঘুম যথেষ্ট। তাই সকালে ঘুমালে আর রাতে ঘুম আসতে চায় না। তাই দিনের বেলা ঘুমানোর অভ্যাস একেবারেই ত্যাগ করুন।

88
বিছানায় পড়লেই ঘুম আসবে! জেনে নিন উপায়

এমন ঘরে ঘুমান যেখানে প্রচুর পরিমাণে অক্সিজেন খেলতে পারে। বদ্ধ ঘরে শুয়ে থাকলে ঘুম আসতে চায় না।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos