ব্যথা-বেদনা বা বদ হজম! বাগানের একটা জবা ফুলই মেটাবে হাজার সমস্যা, জেনে নিন
জবা ফুল দেখতে যেমন দেখতে ভালো তেমনই এর বেশ কিছু ভেষজ গুণ রয়েছে। জবা ফুলে রয়েছে এমন কিছু উপকারী গুণ যা জানলে সত্যিই চমকে যেতে হয়।
জবা ফুল শুধু চুলের সমস্যা নয় শরীরেরও বেশ কিছু সমস্যা মেটাতে সাহায্য করে। আসুন জেনে নেওয়া যাক এই ফুলের কিছু মারাত্মক উপকারিতা।
জবা পাতায় প্রাকৃতিক এনজাইম রয়েছে। তাই এই পাতা হজমে ভীষণ সাহায্য করে।
জানলে অবাক হবেন জয়েন্টের ফোলাভাব ব্যথা-বেদনা কমাতে জবা পাতার কোনও তুলনা হয় না।
কার্ডিওভাসকুলার সমস্যা মেটাতে উপকারী জবা পাতা। রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে এই পাতা।
চুলের ঘনত্ব বৃদ্ধি করতে ভীষণ উপাকারী। নারকেল তেলের সঙ্গে পাপড়ি বেটে মেখে রাখলে চুল ঝরার সমস্যা মিটে যায়।
খুশকি দূর করতে জবা ফুলের পাপড়ির সঙ্গে তিলের তেল মিশিয়ে নিতে হবে। এবার স্নান করার ১৫ মিনিট আগে এই তেল মেখে নিন।
পাকা চুল রোধ করতেও জবা ফুল অত্যন্ত উপকারী। জবা কুঁড়ি ও ফুল চুলের গোড়ায় মাখলে পাকা চুলের সমস্যা মেটাতে পারে।