ডেঙ্গিতে মৃত্যু ৭ বছরের শিশুর, বাচ্চার শরীরে এই কয়টি লক্ষণ দেখলে সতর্ক হন, ভর্তি করাতে হবে হাসপাতালে

Published : Aug 11, 2025, 11:49 AM IST

বর্ষার মরশুমে ডেঙ্গির প্রকোপ বেড়ে চলেছে। শিশুদের ডেঙ্গি থেকে রক্ষা করতে জ্বর, অ্যালার্জি, বমি, প্রস্রাব কম হওয়া, শ্বাসকষ্টের মতো লক্ষণ দেখলেই সতর্ক হোন এবং দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

PREV
15

বর্ষার মরশুম আসতে না আসতেই বেড়ে চলেছে ডেঙ্গির প্রকোপ। রোজই আক্রান্তের সংখ্যা বাড়ছে। কলকাতা ও সংলগ্ন জেলাগুলোতে ডেঙ্গির জ্বরের দাপট চিন্তা তৈরি করেছে। সদ্য ডেঙ্গিতে ৭ বছরের শিশু মৃত্যুর খবর এসেছে। এই কয়টি লক্ষণ উপেক্ষা করবেন না। সময় থাকতে সতর্ক হন।

25

চিকিৎসকদের মতে, শিশুর জ্বল হলেই বাবা-মায়ের সতর্ক হন। ডেঙ্গির ভাইরাস কি না পরীক্ষা করুন। যদি দেখেন শিশুর সর্দি-কাশি নেই, কিন্তু জ্বর ও গা-হাত-পা ব্যথা আছে, সেক্ষেত্রে সতর্ক হন।

35

সকাল ৭টা থেকে বেলা ১১টা এবং বিকেল ৪টে থেকে সন্ধ্যা ৭টায় এডিস ইজিপ্টাই সবচেয়ে বেশি সক্রিয় থাকে। এই সময় সাবধান। বাচ্চাকে ফুলহাতা জামা ও ফুল প্যান্ট পরিয়ে তবেই বাইরেলবের করবেন। রাতে মশারি টাঙিয়ে ঘুমান। এতে ডেঙ্গির মশা থেকে রক্ষা পাবেন। তেমনই বাড়ির চার পাশ পরিষ্কার করবেন। জল জমতে দেবেন না। 

45

ডেঙ্গি হলে জ্বরের পাশাপাশি সারা গায়ে অ্যালার্জি দেখেন তাহলে তা ফেলে রাখবেন না। ডেঙ্গি হলে জ্বরের পাশাপাশি অ্যালার্জি হয়, মারি দিয়ে রক্তরাত হতে পারে। ঘন ঘন বমি হতে পারে। প্রস্রাব কম হতে পারে। শ্বাসকষ্ট হতে পারে। এমন লক্ষণ উপেক্ষা না করাই ভালো। অল্পতে চিকিৎসা করান। 

55

যদি বাচ্চার জ্বরের সময় বুক ও পেটে ব্যথা হয় তাহলে তৎক্ষণাত হাসপাতালে ভর্তি করুন। ডেঙ্গিতে বুক-পেটে জল জমে যাওয়ার ঝুঁকিও থাকে। এই সময় বাচ্চাকে হাসপাতালে করাই ভালো। ডেঙ্গিতে আক্রান্ত হলে প্রয়োজন সঠিক চিকিৎসার। 

Read more Photos on
click me!

Recommended Stories