শরীরে এই উপসর্গ থাকলেই আগে থেকে সতর্ক হোন, হতে পারে স্ট্রোকের পূর্ব লক্ষণ

Published : Aug 10, 2025, 10:53 AM ISTUpdated : Aug 10, 2025, 10:54 AM IST

Stroke Symptoms:  দিব্যি সুস্থ-সবল মানুষ আচমকা স্ট্রোকে আক্রান্ত! কী করে হল বুঝতে পারছেন না? এই ধরনের সমস্যার ক্ষেত্রে হঠাৎ করে উচ্চ রক্তচাপ বেড়ে যাওয়াকেই দায়ি করা হয়। বিশদে  জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি… 

PREV
15
স্ট্রোকের পূর্ব লক্ষণ?

স্ট্রোক, হার্ট অ্যাটাকের জন্য দায়ি হতে পারে উচ্চ রক্তচাপ। এর কারণে আচমকা বেড়ে যাওয়া রক্তচাপকেই দায়ী করা হয়। আসলে স্ট্রোক হল হঠাৎ ঘটে যাওয়া একটি মারাত্মক শারীরিক অবস্থা। যেখানে মস্তিস্কে রক্তচাপ বন্ধ হয়ে যায় বা রক্তক্ষরণ ঘটে। আমরা স্ট্রোকের লক্ষণ হিসেবে সাধারণত মুখ বেঁকে যাওয়া, হাত-পা অবশ হয়ে যাওয়া এইগুলিকেই দায়ী করি। কিন্তু চিকিৎসকরা বলছে অন্য কথা। কারণ, স্ট্রোকের আগে কিছু শারীরিক অস্বাভাবিক বার্তা পাঠায়। যেগুলি শনাক্ত করতে পারলেই আটকানো যায় স্ট্রোকের মতো ঝুঁকি। 

25
তীব্র মাথা ব্যথা

স্ট্রোকের প্রাথমিক উপসর্গ হিসেবে চিকিৎসকরা মাথা ব্যথাকেও দায়ী করেছেন। হঠাৎ যদি তীব্র মাথা ব্যথা শুরু হয় বা আগে কখনও এরকম ব্যথা হয়নি। সঙ্গে দৃষ্টিশক্তি ঘোলাটে হয়ে যাওয়া এই ধরনের উপসর্গ দেখলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার। 

35
অকারণে দীর্ঘস্থায়ী হেঁচকি

অকারণে দীর্ঘক্ষণ হেঁচকি উঠলেও তা স্ট্রোকের লক্ষণ হতে পারে। বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে এটি স্ট্রোকের পূর্ব লক্ষণ হতে পারে। কারণ, এরফলে মস্তিস্কের মেডুলা অংশে  শ্বাসপ্রশ্বাস ও গিলন বন্ধ হয়ে গেলে সহজে হেঁচকি থামতে চাই না। 

45
অস্বাভাবিক বুকে ব্যথা

অনেকেই মনে করেন বুকে ব্যথা মানেই হার্ট অ্যাটাক। কিন্তু সবসময় তা নয়। স্ট্রোকের আগের মুহুর্তে মস্তিস্কে রক্তপ্রবাহ কমে গেলে অ্যানজাইনার মতো বুকের চাপ বা ব্যথা অনুভূত হতে পারে। ফলে এই ধরনের ব্যথা অবহেলা করলে বিপদ আরও বেড়ে যেতে পারে। 

55
মানসিক চাপ-বমিবমি ভাব

অতিরিক্ত মানসিক চাপে অনেকসময় বমি বমি ভাব লাগে। এতে শরীরে হরমোনের পরিবর্তন ঘটে। যা রক্তনালীকে সঙ্কুচিত করে। এই সমস্যা রক্ত জমাট বাঁধিয়ে দেয়। এরফলে হঠাৎ বমিবমি ভাব এবং গা গোলাতে থাকে। এটাও হতে পারে স্ট্রোকের লক্ষণ। 

Read more Photos on
click me!

Recommended Stories