ছুটির দিনে এই অতিরিক্ত ঘুমকে ক্যাচআপ স্লিপ। বিশেষজ্ঞদের দাবি, ছুটির দিনে অতিরিক্ত ঘুমালে কমবে হার্ট অ্যাটাক, স্ট্রোক, অ্যানজাইটির মতোন সমস্যা। এমনকি করোনারি হার্ট ডিজিজের ক্ষেত্রে এই তত্ত্ব বেশি কার্যকরি। কারণ, অনিয়মিত ঘুম হৃদস্পন্দন, সংবহনতন্ত্রের কার্যকারিতার ঝুঁকি বাড়িয়ে দেয়।