ব্রণ তো তাড়াবেই! এ ছাড়াও এলাচের এই রহস্যময় গুণ জানেন না অনেকেই, রান্নায় দিলে কী হবে জানেন?

ব্রণ তো তাড়াবেই! এ ছাড়াও এলাচের এই রহস্যময় গুণ জানেন না অনেকেই, রান্নায় দিলে কী হবে জানেন?

Anulekha Kar | Published : Sep 3, 2024 11:11 PM / Updated: Sep 03 2024, 11:12 PM IST
18
একটা ছোট্ট এলাচের দানার ঠিক কতটা উপকারিতা রয়েছে?

যে কোনও রান্নায় সুগন্ধ আনতে এর কোনও তুলনা হয় না। কিন্তু শুধু রান্নার স্বাদ বর্ধক হিসাবেই নয়, এই দানার রয়েছে বহু রহস্যময় গুণ। যা জানলে চমকে যেতে হবে।

28
একটা ছোট্ট এলাচের দানার ঠিক কতটা উপকারিতা রয়েছে?

জানলে অবাক হবেন যারা ব্রণ-র সমস্যায় মারাত্মক ভাবে ভোগেন তাদের জন্য অত্যন্ত উপকারী এলাচ।

38
একটা ছোট্ট এলাচের দানার ঠিক কতটা উপকারিতা রয়েছে?

চুলকানি বা গায়ে ব়্যাশ হলেও এই দানাটি অত্যন্ত কার্যকর। এই ছোট্ট দানা খেলে ত্বকের বিভিন্ন সমস্যায় উপকার মেলে।

48
একটা ছোট্ট এলাচের দানার ঠিক কতটা উপকারিতা রয়েছে?

এ ছাড়া বেশ কিছু গবেষণায় দেখা গিয়েছে যে এলাচ প্রস্রাবের সমস্যা মেটাতে সাহায্য করে। তাই যাদের ইউনারি প্রবলেম দেখা দিচ্ছে এলাচ খেতে পারেন।

58
একটা ছোট্ট এলাচের দানার ঠিক কতটা উপকারিতা রয়েছে?

এতে রয়েছে অ্যান্টি ক্যান্সার কম্পাউন্ড। এলাচে থাকা উপাদান ক্যান্সার প্রতিরোধক। তাই রোজ এলাচ খাওয়া বা রান্নায় এলাচ ব্যবহার করা উপকারী।

68
একটা ছোট্ট এলাচের দানার ঠিক কতটা উপকারিতা রয়েছে?

হজমের সমস্যাতে ভীষণ সাহায্য করে। বদ হজম বা অম্বল হলে এলাচ খাওয়া যেতেই পারে।

78
একটা ছোট্ট এলাচের দানার ঠিক কতটা উপকারিতা রয়েছে?

যারা শ্বাসকষ্টের সমস্যায় ভোগেন তাদের জন্যেও এলাচ উপকারী। এ ছাড়া দাঁতের পোকা তাড়াতেও সাহায্য করে।

88
একটা ছোট্ট এলাচের দানার ঠিক কতটা উপকারিতা রয়েছে?

এতে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান যা বিভিন্ন ধরনের ইনফেকশন দূর করতে সাহায্য করে। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos