যত দ্রুত সম্ভব ত্যাগ করুন এই চার ধরনের খাবার, অন্ত্রের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর এগুলো

Published : Jul 12, 2023, 05:50 AM IST
gut health

সংক্ষিপ্ত

বর্ষার মরশুমে পেটের সমস্যা নতুন কথা নয়। বর্তমানে অধিকাংশই পেটের সমস্যায় ভুগে থাকেন। যত দ্রুত সম্ভব ত্যাগ করুন এই চার ধরনের কয়টি খাবার, অন্ত্রের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর।

অল্প বয়সেই দেখা দিচ্ছে একের পর এক শারীরিক জটিলতা। ডায়াবেটিস, হার্টের রোগ থেকে শুরু করে অনেকেই ভুগছেন কিডনির রোগে। বর্ষার মরশুমে পেটের সমস্যা নতুন কথা নয়। বর্তমানে অধিকাংশই পেটের সমস্যায় ভুগে থাকেন। যত দ্রুত সম্ভব ত্যাগ করুন এই চার ধরনের কয়টি খাবার, অন্ত্রের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর।

মশলা যুক্ত খাবার

অধিক মশলা যুক্ত খাবার মোটেও স্বাস্থ্যকর নয়। এটি শরীরের মারাত্মক ক্ষতি করে। এমন ধরনার কাবারে ইরিটেবল বাওয়েল সিনড্রোম আছে। যা পেটের ব্যথার কারণ হতে পারে। তাই সুস্থ থাকতে অধিক মশলা যুক্ত খাবার এড়িয়ে চলুন।

চর্বিযুক্ত খাবার

অন্ত্রের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর চর্বিযুক্ত খাবার। এই ধরনের খাবার সহজে হজম হয় না। এর থেকে ফোলাভাব, ডায়রিয়া বা বদবজমের সমস্যা তৈরি হয়। গলব্লাডারে স্টোন, প্যানক্রিয়াটিইটিসের সমস্যার কারণ হল এমন চর্বিযুক্ত খাবার।

ল্যাক্টো ফুড

কিছু লোকের ল্যাকটোজের সমস্যা আছে। দুধ ও দুগ্ধজাত পণ্যে এমন ল্যাক্টো পাওয়া যায়। এই ধরনের খাবারের কারণে ফোলাভাব, গ্যাস, ডায়রিয়া ও পেটে ব্যথার মতো উপসর্গ দেখা দিতে পারে।

চিনি

সুস্থ থাকতে চাইলে একেবারে ত্যাগ করুন চিনি। চিনি শরীরে জন্য মারত্মক ক্ষতিকর। এটি নানান স্বাস্থ্যজটিলতা তৈরি করে থাকে। ওজন বৃদ্ধি তো বটেই সঙ্গে নানান রোগের কারণ হল চিনি। তাই মেনে চলুন এই সকল বিশেষ টিপস। সুস্থ থাকতে সঠিক খাদ্যাভ্যাস প্রয়োজন। তবেই মিলবে উপকার।

 

শরীর সুস্থ রাখতে রোজ খান সবুজ সবজি। সবজিতে রয়েছে নানান উপকারী উপাদান। যা পেটের স্বাস্থ্য ভালো রাখে। রোজ ১ বাটি করে সবজি দিয়ে তৈরি স্যুপ খেতে পারেন। এতেও মিলবে সমান উপকার। তেমনই রোগ ভিটামিন, মিনারেল, ফাইবারের মতো উপকারী উপাদান। রোজ উপকারী ফল খান। ফলে রয়েছে নানান উপকারী উপাদান। প্রতিদিন একটি করে ফল খান। এটি স্বাস্থ্যের উন্নতি ঘটাবে। দূর করে নানান জটিলতা। শরীর রাখে সুস্থ। একাধিক রোগের সঙ্গে লড়াই করতে সাহায্য করে। এরই সঙ্গে নিয়ম করে পর্যাপ্ত জল পান করুন। জলে পান শরীরে ডিহাইড্রেশনের সমস্যা দূর হবে। শরীরে জলের অভাব হলে নানান রোগ সহজে বাসা বাঁধে। তাই নিয়ম করে জল পান করুন। মেনে চলুন এই সকল নিয়ম। এতে সকল সমস্য়া থেকে মিলবে মুক্তি। শরীর থাকবে সুস্থ। পেটের স্বাস্থ্য ভালো থাকবে।

 

আরও পড়ুন

এই ৪ কারণের জন্যই একজন মহিলা তার স্বামী বা প্রেমিক-কে সব সময় সন্দেহ করে

৬৫ বছর বয়সে ৩০ বছরের ফিটনেস বজায় রেখেছন সানি, জেনে নিন অভিনেতার ফিটনেস সিক্রেট

শুধু রসালো নয় আনারস পুষ্টিগুণে সমৃদ্ধ একটি ফল, জেনে নিন অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর এই ফল খাওয়ার উপকারিতা

PREV
click me!

Recommended Stories

শীতকালীন অবসাদ জানেন কী হয়? মন ভালো করতে কেক বা চকলেট নয়, করুন এই কয়েকটি উপায়
৬০ সেকেন্ডের কম সময়ে মেজাজ হবে ভালো, রইল টিপস