শীতের মরশুমে সুস্থ থাকতে রোজ এক টুকরো করে হলুদ খান, মিলবে এই পাঁচ উপকার

শীতের মরশুম সর্দি, কাশি,জ্বর, ত্বকের সমস্যা, পেটের সমস্যা, হজমের গোলযোগের মতো নানান জটিলতা চলতে থাকে। এই সময় সুস্থ থাকে রোজ এক টুকরো করে হলুদ খান, মিলবে এই পাঁচ উপকার। জেনে নিন কেন খাবেন হলুদ।

Web Desk - ANB | Published : Jan 2, 2023 5:08 AM IST

শীতের মরশুমে জুড়ে চলতে থাকে নানান জটিলতা। এই সময় সুস্থ থাকা বেশ কঠিন কাজ। শীতের মরশুম সর্দি, কাশি,জ্বর, ত্বকের সমস্যা, পেটের সমস্যা, হজমের গোলযোগের মতো নানান জটিলতা চলতে থাকে। এই সময় সুস্থ থাকে রোজ এক টুকরো করে হলুদ খান, মিলবে এই পাঁচ উপকার। জেনে নিন কেন খাবেন হলুদ।

ত্বকের জন্য উপকারী হল হলুদ। এতে আছে লিপিড ও প্রোটিন। এটি হজম ক্ষমতা উন্নত করে। শীতের সময় হলুদ যুক্ত খাবার খান। রোজ এক টুকরো করে হলুদ খান খালি পেটে। এতে ত্বকে আসবে আভা। তেমনই ত্বকে জেল্লা আনতে হলুদ দিয়ে প্যাক বানিয়ে মাখুন। এতে মিলবে উপকার।

Latest Videos

অ্যান্টি অক্সিডেন্ট বৈশিষ্ট্য আছে হলুদে। হলুদ দিয়ে শরবত মিশিয়ে খান। এটি রক্তে শর্করা নিয়ন্ত্রণে সহায়তা করতে পারে। হলুদ একটি শক্তিশালী অ্যান্টি অক্সিডেন্ট যা শরীরের জন্য উপকার। শরীরে পুষ্টির জোগান ঘটাতে, মেদ কমাতে ও শীত থেকে বাঁচতে খেতে পারেন হলুদ।

শীতের সময় প্রদাহজনিত সমস্যা দেখা দেয়। এই সমস্যা সমাধানে রোজ হলুদ খেতে পারেন। দুধের সঙ্গে হলুদ মিশিয়ে শরবত করে খান, হলুদ দিয়ে চা বানিয়ে খান কিংবা রান্নায় হলুদ দিন। এছাড়াও রোজ খালি পেতে ১ টুকরো করে হলুদ খেতে পারেন। এতে মিলবে উপকার।

গলা ব্যথা, কাশির সমস্যা পুরো শীতের মরশুম জুড়ে চলতে থাকে। এই সমস্যা থেকে মুক্তি পেতে হলুদ খান। সব রান্নাতেই হলুদ দেওয়া হয়ে থাকে। তেমনই হলুদের টুকরো খাওয়া যায়। মেনে চলুন এই বিশেষ টিপস। হলুদ খেলে গলার সংক্রমণ থেকে মিলবে মুক্তি।

গর্ভবতী মহিলারা রোজ হলুদ দুধ খান। হলুদ ব্যাকটেরিয়া সংক্রমণ দূর করে। গর্ভাবস্থায় নানান শারীরিক জটিলতা দূর করে থাকে। মেনে চলুন এই বিশেষ উপায়। গর্ভস্থ বাচ্চাকে সুস্থ রাখতে খেতে পারেন হলুদ।

শীতের সময় হোক কিংবা সারা বছর যে কোনও রোগ থেকে মুক্তি পেতে কিংবা কোনও ব্যাকটেরিয়া সংক্রমণ থেকে বাঁচতে চাইলে হলুদ খেতে পারেন। হলুদে রয়েছে নানান উপকারী উপাদান। যা দূর করে যাবতীয় সমস্যা। মেনে চলুন এই বিশেষ টিপস। এই পাঁচটি সমস্যা থেকে মুক্তি পেতে চাইলে হলুদ যুক্ত করুন আপনার খাদ্যতালিকায়। এতে মিলবে উপকার। রোজ হলুদ খান। যে কোনও শারীরিক জটিলতা দূর হবে এই শীতের মরশুমে। 

 

আরও পড়ুন-

আপনার কি শীত একটু বেশি লাগে? তাহলে সাবধান- শরীরে ৪টি জিনিসের অভাব রয়েছে

বর্ডারলাইন ডায়াবেটিস কাকে বলে, এর লক্ষ্মণগুলো কি কি? সময় থাকতেই সতর্ক হন এই রোগ সম্পর্কে

হ্যাংওভার কাটাতে ম্যাজিক মত কাজ করে এই সাতটি জিনিস, ব্যাবহার করলে দ্রুত সতেজ হবেন

 

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: মেদিনীপুর শহরে নির্বাচনী প্রচার শুভেন্দুর, দেখুন সরাসরি
জাদু দেখলেন Tamannaah! #bollywood #shorts #shortsyoutube #shortsviral #viralshorts #shortsfeed
Live: মাদারিহাটে রাহুল লোহারের সমর্থনে প্রচার সুকান্তর, দেখুন সরাসরি
সিসিটিভি ক্যামেরা ভেঙে হিন্দুদের উপর আক্রমণ বাংলাদেশের সেনা ও পুলিশের, গর্জে উঠলেন শুভেন্দু
Suvendu Adhikari : 'পোলিং এজেন্টকে বুথ থেকে বের করে দিলে আমরা জাতীয় সড়ক অবরোধ করব' হুঙ্কার শুভেন্দুর