বর্ডারলাইন ডায়াবেটিস কাকে বলে, এর লক্ষ্মণগুলো কি কি? সময় থাকতেই সতর্ক হন এই রোগ সম্পর্কে

সারা বিশ্বে প্রায় ৫০ কোটি মানুষ ডায়াবেটিশে আক্রান্ত। এই রোগ অসংখ্য মানুষের জীবনে পরিবর্তন আনে। জীবনযাপনের সঙ্গে পরিবর্তন আনে খাদ্যভ্যাসেও। চিকিৎসকদের কথায় এটি একটি জটিল রোগ।

Web Desk - ANB | Published : Jan 1, 2023 1:41 PM IST

ডায়াবেটিস এখন খুবই সাধারণ একটি রোগে পরিণত হয়েছে। ছোট শিশু থেকে বয়স্ক সব বয়সের মানুষের মধ্যেই এই সমস্যা দেখা যায়। বিশ্বে প্রতি তিনজনের একজনের ডায়াবেটিস সমস্যা রয়েছে। টাইপ-২ ডায়াবেটিস হওয়ার আগে শরীরে কিছু লক্ষণ দেখা যায়। যাকে ডাক্তারি ভাষায় বলা হয় ‘বর্ডারলাইন’ ডায়াবেটিস। এটি প্রি-ডায়াবেটিস নামেও পরিচিত। অর্থাৎ রক্তে শর্করার মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি।

বয়স ৩০ -র কোটা পা দেওয়া মাত্র একের পর এক কঠিন রোগ বাসা বাঁধে শরীরে। অল্প বয়সে ডায়াবেটিস, প্রেসার, থাইরয়েডের সমস্যা দেখা দেয়। কিংবা দেখা দেয় পেশির ব্যথা। বর্তমানে অস্বাস্থ্যকর জীবনযাত্রা, ভেজাল খাবার, দূষণ-সহ নানা কারণে সকলেই ভুগছেন কোনও না কোনও রোগে। এই সবের মধ্যে অধিকমাত্রায় দেখা যায় ডায়াবেটিসের রোগ। বর্তমানে ডায়াবেটিসের রোগী এখন ঘরে ঘরে। এই রোগ নিয়ন্ত্রণ না করলে দেখা দিতে পারে কঠিন বিপদ। ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকলে তা থেকে একে একে কিডনি, হার্ট-সহ শরীরের অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গের ওপর খারাপ প্রভাব ফেলতে শুরু করে। তাই সময় থাকতে সচেতন হন।

Latest Videos

সারা বিশ্বে প্রায় ৫০ কোটি মানুষ ডায়াবেটিসেে আক্রান্ত। এই রোগ অসংখ্য মানুষের জীবনে পরিবর্তন আনে। জীবনযাপনের সঙ্গে পরিবর্তন আনে খাদ্যভ্যাসেও। চিকিৎসকদের কথায় এটি একটি জটিল রোগ। এই রোগের কারণে সাধারণ মানুষের জীবনে নানা রকম সমস্যা তৈরি হয়।

গবেষণা কি বলে?

একটি হিসেব অনুযায়ী- যদি জীবনধারার কোনো পরিবর্তন না করা হয় তাহলে প্রি-ডায়াবেটিসে আক্রান্ত ১৫ থেকে ৩০ শতাংশের পরবর্তী তিন থেকে পাঁচ বছরের মধ্যে ডায়াবেটিস হতে পারে। উল্লেখ্য, প্রি-ডায়াবেটিসের সময় আমাদের শরীরে কিছু ধরনের উপসর্গ দেখা দেয়। তাহলে চলুন জেনে নিই বর্ডারলাইন ডায়াবেটিসের লক্ষণগুলো সম্পর্কে।

এগুলো বর্ডারলাইন ডায়াবেটিসের লক্ষণ

বর্ডারলাইন ডায়াবেটিসের ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রেই ব্যক্তির শরীরে কোনো নির্দিষ্ট লক্ষণ দেখা যায় না। বর্ডারলাইন ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তির দৃষ্টি সমস্যা হতে পারে।

এমন অবস্থায় ব্যক্তির চোখ ক্ষতিগ্রস্ত হয়। প্রায়ই মাথা ব্যথা হয় এবং দেখতে অসুবিধা হয়।

বর্ডারলাইন ডায়াবেটিসের সাথে, শরীর আরও ক্লান্ত এবং দুর্বল বোধ করে। ক্লান্তির কারণে যেকোনো কাজে মনোনিবেশ করা কঠিন হয়ে পড়ে

হঠাৎ উচ্চ রক্তচাপ এবং কোলেস্টেরলের মাত্রাও বর্ডারলাইন ডায়াবেটিসের লক্ষণ হিসেবে বিবেচিত হয়। এটি একজন ব্যক্তির মাথা ঘোরা, ক্লান্তি, চরম রাগ এবং ঘামের মতো উপসর্গগুলি অনুভব করতে পারে।

বর্ডারলাইন ডায়াবেটিসের প্রাথমিক লক্ষণগুলি সনাক্ত করা খুব কঠিন। কিন্তু পায়ে সমস্যা থাকায় শনাক্ত করা যায়। অনেক ক্ষেত্রেই পায়ে ব্যথা, শক্ত ও ফোলাভাব দেখা দিতে পারে।

Share this article
click me!

Latest Videos

ফের আবাস যোজনায় দুর্নীতি, তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মীনাক্ষী মুখোপাধ্যায়
'ইঞ্চিতে ইঞ্চিতে হিসাব নেবে শুভেন্দু' হিন্দুদের উপর আক্রমনে গর্জে উঠলেন বিরোধী দলনেতা | Suvendu
'ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্বও তাঁর তাঁর' তমলুকে কালীপুজো উদ্বোধনে এসে বার্তা শুভেন্দুর
Kali Puja 2024 Live: এশিয়ানেট নিউজ বাংলায় সরাসরি কালীপুজো
কালীপুজোর আগের দিন অভয়ার বাড়িতে অগ্নিমিত্রা, দেখুন কী বললেন এই বিজেপি নেত্রী | Agnimitra Paul