Siddharth Nandyala: বয়স মাত্র ১৪, হৃদরোগ শনাক্ত করার জন্য অ্যাপ বানাল ভারতীয় বংশোদ্ভূত মার্কিন কিশোর

Published : Jun 10, 2025, 08:24 PM ISTUpdated : Jun 10, 2025, 08:28 PM IST
Mini heart stroke

সংক্ষিপ্ত

App to detect heart failure: মাত্র ১৪ বছর বয়সে ৭ সেকেন্ডে হৃদরোগ নির্ণয়ের AI-Powered app আবিষ্কার করল ভারতীয় বংশোদ্ভূত মার্কিন কিশোর। সিদ্ধার্থ নন্দিয়ালার ‘সার্কাডিয়ান এআই’ চিকিৎসা বিজ্ঞানে নতুন দিগন্ত খুলে দিল।

App developed by Siddharth Nandyala: বয়স যে শুধুই একটা সংখ্যা, তা প্রমাণ করে দিল মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূত কিশোর সিদ্ধার্থ নন্দিয়ালা। মাত্র ১৪ বছর বয়সেই সে তৈরি করে ফেলেছে এমন একটি AI-Powered অ্যাপ, যা মাত্র সাত সেকেন্ডে হৃদযন্ত্রের শব্দ বিশ্লেষণ করে হৃদরোগের প্রাথমিক লক্ষণ শনাক্ত করতে পারে। তার তৈরি ‘সার্কাডিয়ান এআই’ বা Circadian AI অ্যাপ ইতিমধ্যেই আমেরিকা ও ভারতে প্রায় ১৮,৫০০ রোগীর উপর সফলভাবে পরীক্ষিত হয়েছে এবং ৯৬% নির্ভুলতার সঙ্গে ফলাফল দিয়েছে।

কীভাবে কাজ করে এই অ্যাপ?

সার্কাডিয়ান এআই অ্যাপটি মেশিন লার্নিং অ্যালগরিদম ব্যবহার করে স্টেথোস্কোপের মাধ্যমে রেকর্ড করা হৃদপিণ্ডের শব্দ বিশ্লেষণ করে। এই অ্যাপ বর্তমানে শুধুমাত্র প্রশিক্ষণপ্রাপ্ত স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকরাই ব্যবহার করতে পারবেন বলে খবর। তবে ভবিষ্যতে সাধারণ মানুষেরাও যাতে এই অ্যাপটি ব্যবহার করতে পারে যদি কেউ দেখছে। এরপরেও থেমে না গিয়ে ভবিষ্যতে সে এই একই প্রযুক্তি ব্যবহার করে ফুসফুসের রোগ শনাক্তকারী অ্যাপ তৈরি করার লক্ষ্য নিয়েছে। বর্তমানে অস্টিনের টেক্সাস বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করছে সিদ্ধার্থ। বিজ্ঞান, প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং ও গণিতে জাতীয় স্তরে স্বীকৃতিও পেয়েছে। ইতিমধ্যেই সে শুরু করে দিয়েছে নিজস্ব স্টার্টআপ।

সর্বকনিষ্ঠ এআই-সার্টিফাইড পেশাদার সিদ্ধার্থ

ওরাকল এবং এআরএম থেকে সার্টিফিকেশন পেয়ে সিদ্ধার্থ এখন বিশ্বের সর্বকনিষ্ঠ এআই-সার্টিফাইড পেশাদার। প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামা এবং জো বাইডেনের কাছ থেকে প্রশংসাপত্র পেয়েছে। পাশাপাশি প্রশংসা পেয়েছে অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুর কাছ থেকেও। অনেক ভারতীয়ই বিদেশে গিয়ে জ্ঞান-বিজ্ঞানের ক্ষেত্রে কৃতিত্বের পরিচয় দিচ্ছেন। সিদ্ধার্থ তেমনই একজন। ভবিষ্যতে বিজ্ঞান নিয়ে আরও ভালো কাজ করাই সিদ্ধার্থর লক্ষ্য। এই কিশোর আরও অনেক বিষয়ে কাজ করতে চায়। শুধু হৃদযন্ত্রের সমস্যাই না, আরও অনেক সমস্যা দূর করাই তার লক্ষ্য। এই লক্ষ্যে সে কাজ চালিয়ে যাচ্ছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

শীতকালীন অবসাদ জানেন কী হয়? মন ভালো করতে কেক বা চকলেট নয়, করুন এই কয়েকটি উপায়
৬০ সেকেন্ডের কম সময়ে মেজাজ হবে ভালো, রইল টিপস