ত্বকে ফুটে উঠতে পারে হার্টের অ্যাটাকের উপসর্গ! জানুন কীভাবে চিনবেন

Published : Jul 10, 2025, 11:59 AM IST
heart attack

সংক্ষিপ্ত

Heart Attack Symptoms: আমেরিকান অ্যাকাডেমি অফ ডার্মাটোলজি অ্যাসোসিয়েশন বলছে, হার্টের রোগের উপসর্গ স্পষ্ট ফুটে ওঠে ত্বকেও। এই উপসর্গগুলি চিনে সময়মতো চিকিৎসা নিলে প্রাণরক্ষা সম্ভব।

Health News: হার্ট অ্যাটাক বা হৃদ্‌রোগ এক নীরব ঘাতক। বিশ্বে সব থেকে বেশি মানুষের মৃত্যু হয় এই রোগের কারণে। অনেক সময় শরীরের ভেতরে লুকিয়ে থাকা এই মারাত্মক অসুখ হঠাৎ করেই মারাত্মক রূপ নিতে পারে। তখন তাকে ঠেকানো মুশকিল হয়ে পড়ে।

তবে সাম্প্রতিক এক গবেষণা ও পর্যবেক্ষণ বলছে, হার্টের সমস্যার কিছু স্পষ্ট লক্ষণ আগে থেকেই আমাদের ত্বকে দেখা যেতে পারে। আমেরিকান অ্যাকাডেমি অফ ডার্মাটোলজি অ্যাসোসিয়েশন (AADA) এমনই কিছু লক্ষণের বিষয়ে সতর্ক করেছে, যা আমাদের ত্বকে প্রকাশ পায় এবং সময়মতো চিকিৎসা নিলে প্রাণরক্ষা সম্ভব হতে পারে।

কী সেই লক্ষণগুলি?

১। হলুদ-কমলা রঙের মোমের মতো ত্বক

ত্বকে মোমের মতো কমলা-হলুদ উঁচু দানা বিশেষ করে চোখের কোণে, হাত-পায়ে দেখা দিতে পারে। রক্তে অতিরিক্ত কোলেস্টেরল বা ট্রাইগ্লিসারাইড জমে গেলে এমন হয়। এই ফ্যাটি ডিপোজিট হার্টে ব্লকেজ তৈরি করতে পারে।

ত্বকে এমন কিছু দেখলে দ্রুত রক্ত পরীক্ষা করে কোলেস্টেরলের মাত্রা যাচাই করা দরকার।

২। নীলচে জালের মতো ছো

হাত বা পায়ের পাতায় জালের মতো ছোপ ছোপ দাগ, যা সাধারণত ঠান্ডায় বেশি হয়। রক্তপ্রবাহে বাধা সৃষ্টি হলে এবং অক্সিজেন পরিবহন কমে গেলে এমন হয়। এটি হৃদ্‌রোগের পূর্বাভাস হতে পারে।

এমন দাগ নিয়মিতভাবে দেখা গেলে কার্ডিওলজিস্টের পরামর্শ নেওয়া উচিত।

৩। নখ ও নখের গোড়ায় লালচে দাগ

নখের গোড়া ফুলে ওঠা, নখ বাঁকা হয়ে নিচের দিকে মোড়ানো এবং ত্বকে লালচে বা বেগুনি রেখা হার্টের সংক্রমণ (Infective Endocarditis) কিংবা দীর্ঘস্থায়ী অক্সিজেন স্বল্পতার ইঙ্গিত দেয়।

এ ধরনের নখের পরিবর্তন হলে ইকোকার্ডিওগ্রাম বা অন্যান্য হার্ট টেস্ট দরকার হতে পারে।

৪। ত্বকে ৱ্যাশের মতো ছোট ছোট ফুস্কুড়ি

ত্বকে ছোট ছোট ফোসকার মতো র‍্যাশ, বিশেষ করে পিঠে, বুকে কিংবা হাত-পায়ে হলে বুঝতে হবে রক্তে ট্রাইগ্লিসারাইড ও কোলেস্টেরল অতিরিক্ত বেড়ে গেছে। আসলে ফ্যাটি অ্যাসিড জমে এমন হয়।

ব্লাড প্রোফাইল করে ট্রাইগ্লিসারাইড চেক করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

৫। চোখের মণির চারপাশে ছাইরঙা বৃত্ত

চোখের রঙিন অংশের চারপাশে ঘোলাটে ধূসর বা ছাই রঙের বৃত্ত দেখা যায় তবে টা হার্টের রোগের লক্ষণ হতে পারে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সাধারণত দেখা যায়, তবে তরুণ বয়সে এটি হৃদ্‌রোগের পূর্বাভাস হতে পারে। ৩৫ বছরের নিচে আপনারও দাগ দেখা গেলে তৎক্ষণাৎ হৃদ্‌রোগ বিশেষজ্ঞের পরামর্শ জরুরি।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

৬০ সেকেন্ডের কম সময়ে মেজাজ হবে ভালো, রইল টিপস
ফ্যাটি লিভারের সমস্যা ভুগছেন? নিয়মিত এই যোগাসনগুলো করলে মিলবে আরাম, জেনে নিন কী কী