Tan Removal Pack: কনুই বা ঘাড়ের কালো ছোপ দূর করতে অত্যন্ত উপকারী মধু, জেনে নিন কাজে লাগানোর উপায়

Published : Sep 20, 2023, 04:09 PM IST

ঘাড় বা কনুইতে অনেক সময়েই কালো ছোপ পড়ে গিয়ে সমস্যার সৃষ্টি হয়। এই সমস্যা দূর করতে বিশেষভাবে কাজে লাগাতে পারেন মধু। 

PREV
14

ঘরোয়া উপায়ে মধুর সঙ্গে মিশিয়ে নিন লেবু এবং বেসন। চামচ বেসনের সঙ্গে এক চামচ লেবুর রস ও এক চামচ মধু নিয়ে একসাথে মেশান। ভালোভাবে মিশিয়ে ওই প্যাকটি নিজের ঘাড়ে এবং কনুইতে লাগিয়ে রাখুন। ১৫ মিনিট পর মিশ্রণটি ত্বকের ওপর শুকিয়ে গেলে পরিষ্কার করে ধুয়ে ফেলুন।

24

২ থেকে ৩ চামচ গুঁড়ো হলুদ নিয়ে তার সঙ্গে ১ চামচ কাঁচা দুধ মিশিয়ে নিন। এই প্যাকটি ত্বকের কালো হয়ে যাওয়া অংশগুলিতে লাগান। ১৫-২০ মিনিট পর মিশ্রণটি ত্বকের ওপরে শুকিয়ে গেলে তা ভালো করে রগরে ধুয়ে ফেলুন।

34

কয়েক চামচ আলুর রসের সঙ্গে পরিমাণমতো মধু মিশিয়ে নিন। ভালো করে মেশানো হয়ে গেলে তা ঘাড় এবং কনুইয়ের কালো অংশে লাগান। ১৫-২০ মিনিট পর ভালো করে ধুয়ে নিন। প্রয়োজন হলে হালকা গরম জল ব্যবহার করতে পারেন।

44

এই পদ্ধতিতে ত্বকের কালো হয়ে যাওয়া অংশগুলিতে মধুর সাহায্যে আবার উজ্জ্বলতা ফিরিয়ে নিয়ে আসতে পারবেন।

click me!

Recommended Stories