বিস্ময়কর আবিষ্কার! এই ওষুধে মাত্র ৪ ঘন্টায় হবে ৯০% ক্ষত নিরাময়, দাবি গবেষকদের

Published : Mar 12, 2025, 09:46 PM IST

গবেষকরা এমন একটি জেল আবিষ্কার করেছেন যা মাত্র চার ঘন্টায় ৯০ শতাংশ পর্যন্ত ক্ষত সারাতে সক্ষম। 

PREV
19

বিজ্ঞানের অভূতপূর্ব আবিষ্কার! মাত্র চার ঘন্টায় ৯০ শতাংশ ক্ষত সারাবে এই ওষুধ

29

এমনই এক জেল আবিষ্কার করলেন গবেষকরা, যা ক্ষতের উপর লাগালে চার ঘন্টার মধ্যেই প্রায় ৯০ শতাংশ আঘাত সেরে যাবে।

49

অল্টো বিশ্ববিদ্যালয় এবং বেইরুট বিশ্ববিদ্যালয়ের গবেষকরা একত্রে এমনই এক 'সেল্ফ হিলিং হাইড্রো জেল' আবিষ্কার করেছেন।

59

এই জেল একেবারে মানুষের ত্বকের মতোই আচরণ করে বা ত্বকের প্রকৃতির অনুকরণ করে।

69

এই ওষুধ মাত্র ঘন্টা চারেক সময়ের মধ্যেই ত্বকের ক্ষত সারিয়ে নিয়ে আগের স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে পারে।

79

এই ওষুধ ব্যবহারের ফলে ত্বকের ক্ষত সম্পূর্ণ সেরে উঠবে, এমনটাই দাবি করেছেন গবেষকরা।

89

এই ধরণের ওষুধ প্রতিদিনের ব্যবহারের মধ্যেই ধরা যেতে পারে। গবেষকরা জানাচ্ছেন এই সমস্যার সমাধান হয়েছে ন্যানো শিট এনহেন্সড পলিমার এ্যানট্যাঙ্গেলমেন্টা-এর মাধ্যমে।

99

৭ মার্চ এই দুর্দান্ত আবিষ্কারের ঘটনাটি প্রকাশিত হয়, বিখ্যাত পত্রিকা নেচার মেটিরিয়ালস-এর পাতায়।

click me!

Recommended Stories