ডেঙ্গুর রোগীদের জন্য রইল বিশেষ পানীয়ের হদিশ, আয়ুর্বেদিক উপায় দ্রুত মিলবে উপকার

ডেঙ্গুতে আক্রান্ত হলে চিকিৎসকের পরামর্শ মেনে ওষুধ খান। সেই সঙ্গে মেনে চলতে পারেন ঘরোয়া টোটকা। খাদ্যতালিকায় যোগ করুন এই কয়টি উপাদান। এতে দ্রুত মিলবে উপকার। প্লেটলেট কমে যাওয়া নিয়ন্ত্রণ করতে নিয়মিত এই কয়টি পানীয় খান। দেখে নিন কীভাবে মিলবে মুক্তি। 

Web Desk - ANB | Published : Nov 5, 2022 4:50 AM IST

ডেঙ্গুর সংক্রমণ ক্রমে উদ্বেগ বাড়াচ্ছে চিকিৎসকদের। গতকালই ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন এক ব্যক্তি। ক্রমে বেড়ে চলেছে ডেঙ্গুর সংক্রমিত ব্যক্তির সংখ্যা। এই রোগ মারাত্মক আকার নেওয়ার আগে সতর্ক হন। সময় থাকতে শুরু করুন রোগে চিকিৎসা। জ্বর, গা-হাতে ব্যথার সমস্যা দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিন। চিকিৎসকের পরামর্শ মেনে ওষুধ খান। সেই সঙ্গে মেনে চলতে পারেন ঘরোয়া টোটকা। খাদ্যতালিকায় যোগ করুন এই কয়টি উপাদান। এতে দ্রুত মিলবে উপকার। প্লেটলেট কমে যাওয়া নিয়ন্ত্রণ করতে নিয়মিত এই কয়টি পানীয় খান। দেখে নিন কীভাবে মিলবে মুক্তি। কোন কোন পানীয় খেতে পারেন।

ছাগলের দুধ খেতে পারেন। এতে রয়েছে বি৬, বি ১২, ভিটামিন ডি, ফলিক অ্যাসিড ও প্রোটিন। নিয়মিত খেতে পারেন ছাগলের দুধ। এই দুধের গুণে দ্রুত মিলবে রোগ থেকে মুক্তি। রোজ খেতে পারেন এটি।

Latest Videos

খেতে পারেন গিলয় রস। ডেঙ্গুর জ্বরে প্লেটলেট কাউন্ট বাড়ানোর জন্য বেশ উপকারী গিলয়ের জুস। সুস্থ থাকতে খেতে পারেন গিলয় রস। ডেঙ্গুতে আক্রান্ত হলে এই পানীয় পান করুন।

তেমনই খান পেঁপে পাতার রস। ভাইরাসের সংক্রমণ থেকে মুক্তি দিতে বেশ উপকারী পেঁপে পাতার রস। এক কিংবা দু দিন টান খান এই জুস। দ্রুত মিলবে উপকার। মেনে চলুন এই টোটকা। আয়ুর্বেদিক উপায় দ্রুত মিলবে উপকার।

খেতে পারেন ডাবের রস। এতে আছে অ্যান্টি অক্সিডেন্ট, ভিটামিন সি, অ্যামিনো অ্যাসিড, এনজাইমের মতো উপাদান আছে। এটি শরীরকে হাইড্রেট করতে সাহায্য করে। দূর করবে দুর্বলতা। সঙ্গে বাড়বে প্লেট লেটের সমস্যা। মেনে চলুন এই বিশেষ টিপস।

ডেঙ্গুর লক্ষণগুলো সংক্রমণের ৩ থেকে ১৪ দিনের মধ্যে শুরু হয়। উচ্চ মাত্রায় জ্বর, মাথাব্যথা, বমি ভাব এর প্রথম লক্ষণ। তেমই জয়েন্টে ব্যথা ও গা-হাত পায়ে ব্যথা হলে উপেক্ষা করবেন না। যদি এর সঙ্গে ত্বকে ত্বকে ফুসকুড়ির মতো সমস্যা দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিন। সময় থাকতে চিকিৎসা শুরু করলে দ্রুত সুস্থ হওয়া সম্ভব। তেমনই এই রোগে আক্রান্ত হলে যতটা সম্ভব বিশ্রাম নিন। বিশ্রাম নিলে দ্রুত মুক্তি মিলবে। মেনে চলুন এই বিশেষ টিপস। ওষুধ খাওয়ার সঙ্গে খাদ্যতালিকায় আনুন বদল। এতে মিলবে উপকার। তাই কোনও রকম উপসর্গ দেখলে চিকিৎসকের পরামর্শ নিন। এতে দ্রুত মিলবে উপকার।

 

আরও পড়ুন- মধু নাকি গুড়- জেনে নিন সুস্থ থাকতে বেছে নেবেন কোনটা, রইল গুণের খোঁজ

আরও পড়ুন- সপ্তাহের শেষে বড় চমক সোনার দামে, চড়চড়িয়ে দর বাড়ছে রূপোর, কলকাতার লেটেস্ট রেট কত

আরও পড়ুন- ওজন কমানোর জন্য নিয়মিত না পারলে সপ্তাহে অন্তত একবার এই জিনিসগুলো অবশ্যই খান

Share this article
click me!

Latest Videos

‘ফিরহাদ হাকিমকে ছাড়বো না’ তীব্র হুঙ্কার শুভেন্দুর! দেখুন কী বললেন | Suvendu Adhikari BJP
জাদু দেখলেন Tamannaah! #bollywood #shorts #shortsyoutube #shortsviral #viralshorts #shortsfeed
মাদারিহাটে রাহুল লোহারের সমর্থনে নির্বাচনী প্রচার সুকান্তর, পায়ে হেঁটে করলেন জন-সংযোগ | Sukanta M
বাঁকুড়ার তালডাংরায় নির্বাচনী প্রচারে তৃণমূলকে ঝাঁজাল আক্রমণ সুকান্তর, দেখুন কী বললেন | Sukanta M
চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় এবার মাসাই জাতির গল্প! অনন্য থিমে নজর কাড়লো শীতলা তলা জগদ্ধাত্রী পুজো