যে উপায়ে আটার রুটির স্বাদ বদল ও স্বাস্থ্যকর করে তুলবেন :
১। জোয়ান : জোয়ান হজমের সহায়ক, পেট ফাঁপার মতো সমস্যা সমস্যা কমায়। রুটি খেলে অনেকেরই পেটের সমস্যা দেখা দেয়, জোয়ান রোস্ট করে আটায় মিশিয়ে রুটি বানিয়ে দেখুন স্বাদে গন্ধে ভালো তো হবেই সাথে শরীরও ভালো রাখবে।