টমেটো, কফি স্ক্রাব আপনার মুখকে সুন্দর করতে সাহায্য করে। এই মিশ্রণটি মৃত কোষ দূর করার জন্য খুবই উপকারী। এই স্ক্রাব তৈরি করার জন্য প্রথমে একটি টমেটো অর্ধেক করে কেটে নিন। এবার আধ চা চামচ কফি গুঁড়ো, আধ চা চামচ চিনি টমেটোর অর্ধেক অংশে লাগিয়ে নিন।
এবার এই টমেটোটি আপনার ত্বকে ১০ মিনিট ধরে আলতো করে ঘষুন। এই স্ক্রাবটি মৃত কোষ পুরোপুরি দূর করে। সেইসাথে ট্যানিং, কালো দাগ কমাতেও সাহায্য করে। কিছুক্ষণ পর মুখ ধুয়ে ফেলুন।