Skincare: তরমুজ শুধু খেয়েই যাচ্ছেন? ত্বকের যত্নে ব্যবহার করে দেখুন তো কী হয়

Published : May 02, 2025, 04:08 PM ISTUpdated : May 02, 2025, 04:15 PM IST
skincare

সংক্ষিপ্ত

Summer Skincare: শীতকাল, বর্ষাকাল, গ্রীষ্মকাল, প্রতিটি ঋতুতেই ত্বকের উপর আলাদা প্রভাব পড়ে। এই কারণে ত্বকের যত্ন নেওয়ার পদ্ধতিও আলাদা। ত্বক ভালো রাখতে চাইলে এই প্রতিবেদন পড়ুন।

Watermelon Rind For Skincare: গ্রীষ্মকাল আসতে না আসতেই খাদ্যাভাসে যেমন কিছু সংযোজন বা পরিবর্তন আনতে ব্যস্ত প্রতিটি মানুষ। তেমনি রূপচর্চাতেও তা বাদ পড়ে থাকবে কেন? তাই গরমের দিনে শরীরকে তাজা ও সেই সঙ্গে ফিট রাখতে যেমন চাই পর্যাপ্ত জল। তেমনি চাই পর্যাপ্ত গ্রীষ্মকালীন ফল। এই সময় শরীরকে ডিহাইড্রেশনের হাত থেকে বাঁচাতে হলে ফলের ওপর নির্ভর যথেষ্টই করতে হবে। আর সেই সঙ্গে ত্বকের যত্নের কথাও ভুলে গেলে চলবে না। ফলের তালিকায় প্রথম সারিতেই রয়েছে তরমুজ। কারণ এতে জলের পরিমাণ প্রায় ৯২ শতাংশ। তরমুজের গুণাগুণ সম্পর্কে বলতে হলে, গ্রীষ্মের এটি এমনই একটা ফল যা আমাদের শরীরকে ভিতর ও বাইরে থেকে তাজা রাখে। ত্বকের যত্নের ক্ষেত্রে তরমুজের খোসার (Watermelon Peel) গুরুত্বও কোনও অংশেই কম নয়। সুতরাং গরমের দিনে সানস্ক্রিনের পাশাপাশি তরমুজের খোসা ব্যবহার করা যেতেই পারে চোখ বন্ধ করে। তাতে কী কী সুফল মিলবে ? জেনে নেওয়া যাক।

তরমুজের খোসা ব্যবহারের সুফল কী?

১। শরীরের মতো আমাদের ত্বকও নিষ্প্রাণ হয়ে যায় জলের অভাবে। ত্বকের এই জলের ঘাটতি মেটাতে তরমুজের খোসা অতুলনীয়। এমনিতে তরমুজ এমনি একটা ফল যাতে জলের পরিমাণ থাকে প্রায় ৯৩ শতাংশ। ত্বকে এই তরমুজের খোসা ঘষলে ত্বকের জেল্লা বাড়ে দ্রুত। ত্বকের ডেড সেল সজীব হয়। যা পুরপুরি ভিতর থেকে সতেজ করে তোলে।

২। ত্বক মসৃণ করতে, ত্বকের মৃত কোষকে সজীব করতে তরমুজের খোসার প্রতিদিনের ব্যবহার দুর্দান্ত ফল দেয়। কারণ এর খোসায় রয়েছে ম্যালিক অ্যাসিড। তরমুজের খোসা এক্সফলিয়েটর হিসাবেও ব্যবহার করা যায়।

৩। তরমুজের খোসায় রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট । যা ত্বক ভিতর থেকে পুরপুরি টানটান রাখে। এছাড়া বলিরেখা, দাগছোপও দূর করতে তরমুজের খোসা সাহায্য করে। বলাবাহুল্য, ত্বকের অকালবার্ধক্য রোধে তরমুজের খোসা বাজারের নামীদামী অ্যান্টি এজিং ক্রিমকেও ছাপিয়ে যাবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

শীতকালীন অবসাদ জানেন কী হয়? মন ভালো করতে কেক বা চকলেট নয়, করুন এই কয়েকটি উপায়
৬০ সেকেন্ডের কম সময়ে মেজাজ হবে ভালো, রইল টিপস