শীতের মরশুমে বেড়ে চলেছে সর্দি-কাশি থেকে গাঁটের ব্যথার সমস্যা, এই কয় উপায় আদা খেলে মিলবে উপকার

শীতে নিয়মিত আদা খান। আদা দূর করবে নানান জটিলতা। শরীর রাখবে সুস্থ। যে কোনও রোগ থেকে দেবে মুক্তি। এবার শীতের মরশুমে এই কয় উপায় আদা খেলে শরীর থাকবে সুস্থ। জেনে নিন কীভাবে আদা খাবেন।

শীত মানে একাধিক শারীরিক জটিলতা। এই সময় আবহাওয়ার পরিবর্তনের কারণে জ্বর, সর্দি, কাশির সমস্যা প্রায়শই দেখা দেয়। এর সঙ্গে গা-হাত পায়ে ব্যথার সমস্যায় ভোগেন অনেকে। সঙ্গে দেখা দেয় পেটের সমস্যা। শীত শুরু মানে একের পর এক শারীরিক জটিলতা। আর এই সকল জটিলতা চলতে থাকে সারা শীত জুড়ে। এই ঠান্ডার মরশুমে সুস্থ থাকতে কী করবেন তা অনেকেই বুঝে উঠতে পারেন না। এই মরশুমে সুস্থ থাকতে খাদ্যতালিকায় যোগ করুন একটি বিশেষ উপাদান। সারা শীত জুড়ে নিয়মিত আদা খান। আদা দূর করবে নানান জটিলতা। শরীর রাখবে সুস্থ। যে কোনও রোগ থেকে দেবে মুক্তি। এবার শীতের মরশুমে এই কয় উপায় আদা খেলে শরীর থাকবে সুস্থ। জেনে নিন কীভাবে আদা খাবেন।

আদা চা- রোজ আদা দিয়ে তা বানিয়ে খেতে পারেন। আধা খেলে শীতের মরশুমে শরীর থাকবে গরম। তেমনই দূর হবে একাধিক জটিলতা। মেনে চলুন এই বিশেষ টিপস।

Latest Videos

আদার স্মুদি- আদা দিয়ে স্মুদি বানিয়ে খেতে পারেন। আদার রস শরীর রাখে সতেজ। এটি অন্ত্র পরিষ্কার রাখে। এই সময় যে কোনও স্মুদি বানালে তাতে যোগ করুন আদা। মিলবে উপকার।

তরকারিতে আদা- তরকারি রান্নার সময় তাতে আদা যোগ করুন। আদার গুণে একদিকে যেমন খাবারে আসবে স্বাদ তেমনই শরীর হবে সুস্থ। মেনে চলুন এই বিশেষ টিপস। এই সময় তরকারি রান্নার সময় তাতে আদা যোগ করুন।

আদারা আচার- শীতের মরশুমে আচার সকলের খেয়ে থাকেন। এবার শীতের মরশুমে আদার আচার খেতে পারেন। এটি খেতে খুবই সুস্বাদু হয়। তেমনই স্বাস্থ্যের জন্য উপকারী। তাই সু্স্থ থাকতে শীতের মরশুমে খাদ্যতালিকায় যোগ করুন আদা।

আদারা জ্যাম- খেতে পারেন আদার জ্যাম। ফলের জ্যাম তো প্রায়শই খেয়ে থাকেন। এবার শীতের মরশুমে আদার জ্যাম খেয়ে নিন। রুটি দিয়ে খেতে পারেন এমন জ্যাম। এটি ঘটাবে স্বাস্থ্যের উন্নতি

সুস্থ থাকতে শীতের মরশুমে খেতে পারেন আদা। হজম ক্ষমতা উন্নত করতে আদা খেতে পারেন। তেমনই সর্দি-কাশি ও গলা ব্যথার মতো সমস্যা থেকে মুক্তি পেতে আদা খান। এই সময় গাঁটের কিংবা গা-হাত পায়ে ব্যথায় ভোগেন অনেকে। এর থেকে মুক্তি পেতে নিয়মিত আদা খান। এতে মিলবে উপকার। মেনে চলুন এই সকল বিশেষ টোটকা

 

আরও পড়ুন-

শীতের মরশুমে অধিক পরিমাণে ড্রাই ফ্রুটস খাচ্ছেন? অজান্তে বাড়ছে নানান জটিলতা, দেখে নিন কী কী

শীতের মরশুম বাড়ছে দূষণের মাত্রা, এই সময় ফুসফুস সুস্থ থাকতে মেনে চলুন এই সকল বিশেষ টোটকা

ঘরে বসে কমিয়ে ফেলুন বাড়তি মেদ, শীতের দিনে মেদ কমাতে এমন এক্সারসাইজ করতে পারেন

 

 

Share this article
click me!

Latest Videos

সতর্ক থাকুন, আজ এই ৪ রাশির দিনটা ভালো কাটবে না! দেখুন আজকের রাশিফল | Rashifal Today | Horoscope
১৯৭১ সাল থেকে আর দেখা যায়নি | Socorro Doves | London Zoo | Doves
'সেদিন নাটক করেছিল মুখ্যমন্ত্রী, একজনের শাস্তি চেয়েছিলেন!' বিস্ফোরক অধীর | Adhir Chowdhury | RG Kar
'মমতা যতদিন থাকবে, ধপধপ করে আরও বাড়ি পড়ে যাবে' বিস্ফোরক শুভেন্দু | Suvendu Adhikari | Baghajatin
Suvendu Adhikari Live : বারাসত থেকে বাংলদেশকে চরম আক্রমণে শুভেন্দু অধিকারী