হাঁটুর ব্যথায় ভুগছেন, পেনকিলার না খেয়ে কাজে লাগান ঘরোয়া টোটকা

হাঁটুর ব্যথার সমস্যায় ভুগছেন। আগেকার দিনে বয়স্করা হাঁটুর ব্যথায় ভুগলেও এখন আর কোনও বয়স লাগে না। এই ব্যথা সকলেরই হতে পারে। ব্যথার যেন কোনও বয়স নেই। যে কোনও বয়সেই এই ব্যথা হতে পারে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে ব্যথাটা যেন ক্রমশ বেড়ে যায়। হাঁটু বা গাটের ব্যথা র সমস্যা নিয়ে জেরবার হয়ে পড়ছেন। অনেকেরই সারা বছর এই ব্যথা কমবেশি হয়ে থাকে। ব্যথা বাড়লেই যেন পেইনকিলারের উপর প্রত্যেকেই যেন আসক্ত হয়ে যায়। কিন্তু বেশি পেনকিলার খাওয়া শরীরের জন্য মোটেই ঠিক নয়। তাই ওষুধ ভুলে বাড়ির টোটকাতেই ভরসা রাখুন। জেনে নিন হাঁটুতে ব্যথা সারানোর ঘরোয়া উপায়গুলি ।

হাঁটুর ব্যথার সমস্যায় ভুগছেন। আগেকার দিনে বয়স্করা হাঁটুর ব্যথায় ভুগলেও এখন আর কোনও বয়স লাগে না। এই ব্যথা সকলেরই হতে পারে। ব্যথার যেন কোনও বয়স নেই। যে কোনও বয়সেই এই ব্যথা হতে পারে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে ব্যথাটা যেন ক্রমশ বেড়ে যায়। হাঁটু বা গাটের ব্যথার  (Knee Problem) সমস্যা নিয়ে জেরবার হয়ে পড়ছেন। অনেকেরই সারা বছর এই ব্যথা কমবেশি হয়ে থাকে। ব্যথা বাড়লেই যেন পেইনকিলারের উপর প্রত্যেকেই যেন আসক্ত হয়ে যায়। কিন্তু বেশি পেনকিলার খাওয়া শরীরের জন্য মোটেই ঠিক নয়। তাই ওষুধ ভুলে বাড়ির টোটকাতেই ভরসা রাখুন। জেনে নিন হাঁটুতে ব্যথা সারানোর ঘরোয়া উপায়গুলি ।


ঠান্ডা -গরম জল দিয়ে সেক দিলে যে কোনও ব্যথা নিমেষেই কমে যায় এই কথা আমরা প্রত্যেকেই জানি। ব্যথার জায়গায় একবার হট ওয়াটার ব্যাগ দিয়ে সেক দিন আবার ৫ মিনিট পর সেই জায়গায় বরফ দিন।  প্রায় ৩০ মিনিট ধরে  এই ভাবে সেক দিলে অনায়াসেই গাঁটের ব্যথা  (Knee Problem)  কমে যাবে। দ্রুত ব্যথা কমানোর সহজ উপায় হল মেথি। শুধু রান্নাতেই নয় মেথির অনেক গুনাগুণ রয়েছে। যারা ব্যথায় দীর্ঘদিন ধরে ভুগছেন তারা  নিয়মিত মেথি ভেজানো জল খান। একটি গ্লাসে সারা রাত এক চামচ মেথি ভিজিয়ে দিন। পরের দিন সকালবেলা ওই মেথি ভেজানো জলটা খান। এতে গাটের ব্যথা দ্রুত কমে যাবে। সৈন্ধব নুন যে কোনও ব্যথাতেই খুবই কার্যকরী। ছোট এক কাপ সৈন্ধব নুন জলের মধ্যে গুলিয়ে নিন। এবার সেটি ফুটিয়ে নিয়ে ব্যথার জায়গায় ৩০ মিনিট ধরে সেক দিন। এতেও কিন্তু দ্রুত ব্যথা সেরে যাবে।

Latest Videos

 

 

আরও পড়ুন-ক্যান্সার-হৃদরোগ ঘেঁষবে না কাছে, মাথায় রাখুন এই সহজ টোটকাগুলো

আরও পড়ুন-মাত্র ১০ মিনিটে জেল্লা ফেরান ত্বকের, রইল খুব সহজ উপায়ের হদিশ

আরও পড়ুন-৮ঘণ্টা নাকি তারও কম বা বেশি, ঠিক কতক্ষণ ঘুম জরুরি- জানাল নতুন গবেষণা

 

অনেকেই ভাবছেন ব্যথা সারাতে লঙ্কাগুঁড়ো আবার কী কাজে লাগে। কিন্তু লঙ্কাগুড়ো গাঁটের ব্যথা খুবই উপকারী। চিকিৎসকদের মতে, গাঁটের ব্যথা কমাতে ক্যাপসাইসিন খুবই কার্যকরী উপাদান। আর লাল লঙ্কার গুঁড়োতে প্রচুর পরিমাণে ক্যাপসাইসিন থাকে। নারকেল তেলের সঙ্গে লঙ্কার গুঁড়ো মিশিয়ে অন্তত আধ ঘন্টা মালিশ করুন। তারপর উষ্ণ গরম জল (Hot Water) দিয়ে জায়গাটা ভাল করে ধুয়ে নিন। দেখবেন অনেকটা আরাম লাগছে। ২ কাপ জলের সঙ্গে কিছুটা হলুদ ও আদা ভাল করে ফুটিয়ে নিন। তারপর সেই মিশ্রণটি যখন হাফ কাপ হয়ে যাবে তখন এর মধ্যে ১ চামচ মধু মিশিয়ে নিন। দিনে দুবার এটি খেতে পারলে আর কিন্তু পেইন কিলার খেতে হবে না। ব্যথা সারানোর ক্ষেত্রে পিপারমিন্ট এবং ইউক্যালিপটাস তেলের মিশ্রণ অত্যন্ত কার্যকরী। নারকেল তেল, অলিভ অয়েলের সঙ্গে ৫-৬  ফোটা পিপারমিন্ট এবং ইউক্যালিপটাস তেলের মিশ্রণ ভাল করে মিশিয়ে নিয়ে ব্যথার জায়গায় মালিশ করুন। দিনে দুবার এই তেল মালিশ করুন দেখবেন ভাল ফল পাবেন।

Share this article
click me!

Latest Videos

‘চাকরিপ্রার্থীদের মুখোমুখি হওয়ার ভয়ে মমতা দার্জিলিং পালিয়েছে’ শুভেন্দুর তীব্র আক্রমণ মমতাকে!
আঁতকে ওঠা দৃশ্য! মাটি খুঁড়তে গিয়ে এ কী বেরিয়ে গেল! আতঙ্কে নদীয়ার হবিবপুর! | Nadia News Today
সাংবাদিকদের দেখেই দে ছুট! চাঞ্চল্য গোটা এলাকায়, ব্যপার কী? দেখুন
Live: সাংবাদিক সম্মেলনে শমীক ভট্টাচার্য ও শিশির বাজোরিয়া, কী বলছেন, দেখুন সরাসরি
জগদ্দলে গুলি ও বোমাবাজি, তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক-কে দায়ী করলেন অর্জুন সিং | Arjun Singh