রং-সম্পর্কিত পাঁচ অজানা তথ্য, যা জানলেন অবাক হবেন

Published : Aug 16, 2019, 05:43 PM IST
রং-সম্পর্কিত পাঁচ অজানা তথ্য, যা জানলেন অবাক হবেন

সংক্ষিপ্ত

দৈনন্দিন জীবনে রং-এর প্রভাব কতটা জানুন প্রতিদিন বিভিন্ন কার্যকলাপের সঙ্গে রং-এর সম্পর্ক গভীর খাবার স্বাদ বৃদ্ধি থেকে শুরু করে মন, রং-এর প্রভাব সর্বত্র জেনে নেওয়া যাক রং-এর সম্পর্কে পাঁচ অজানা অথ্য

দৈনন্দিন জীবনে রং-এর ভুমিকা কতটা তা হয়তো অনেকেরই অজানা। বিভিন্ন সময় রং বাছাই করার সময় অনেকেরই অজানা থাকে সেই রং কীভাবে প্রভাব ফেলতে পারে আমাদের জীবনে। তাই এবার রং-এর ব্যবহার ও কার্যকারিতার দিকেও একবার নজর দেওয়া উচিত। রং-এর এমন পাঁচ গুণ জানুন, যা হয়তো অনেকেরই অজানা।

খাবারের স্বাদ বৃদ্ধিতে রং-এর ভুমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ। কমলা রং-এর পাত্রে চকলেটের স্বাদ বৃদ্ধি পায়। মশার কামড় থেকে বাঁচতে এড়িয়ে চলুন নীল রং। হলুদ রং সব থেকে অস্বস্তিকর রং। গোলাপী রং মানুষকে শান্ত রাখতে সাহায্য করে। 

PREV
click me!

Recommended Stories

সব বল পেনে ঢাকনাতেই ফুটো থাকে কেনো? এক ক্লিকে জানুন এর আসল কারণগুলি
আপনার পোষ্যের ঘুমের অঙ্গীভঙ্গি দেখলে আপনি বুঝতে পারবেন তার মনোভাব