সুনামির আকার ধারণ করোনার, বাজার চলতি স্যানিটাইজার আর নয়, জানুন হোমমেড পদ্ধতি

Published : Apr 26, 2021, 03:20 PM IST
সুনামির আকার ধারণ করোনার, বাজার চলতি স্যানিটাইজার আর নয়, জানুন হোমমেড পদ্ধতি

সংক্ষিপ্ত

ইতিমধ্যেই করোনা দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে গোটা বিশ্বে মাস্কের পাশাপাশি হ্যান্ড স্যানিটাইজারই ভরসা সকলের বাজার চলতি পকেট স্যানিটাইজারও দেদার বিকোচ্ছে মার্কেটে মারণ রোগের হাত থেকে বাঁচাতে বাড়িতেই বানিয়ে নিতে পারেন স্যানিটাইজার

 ইতিমধ্যেই করোনা দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে গোটা বিশ্বে। যার জেরে ফের স্তব্ধ জনজীবন,  আতঙ্কে জেরবার বিশ্ববাসী । মাস্ক থেকে কয়েকদিনের রেহাই মিললেও এখন আবার তা উঠেছে সকলের মুখে। রাস্তা তো দূর ঘরের ব্যালকনিতে দাঁড়ালেও যেন মাস্কেই ভরসা। তবে শুধু এই মাস্ক নয়। মাস্কের পাশাপাশি হ্যান্ড স্যানিটাইজারেরও সমান জনপ্রিয়তা। 

 

 

করোনার থেকে নিজেকে প্রতিরোধ করতে স্যানিটাইজার দিয়ে হাত ধোয়া মাস্ট। ফের বিক্রি  বেড়েছে স্যানিটাইজারের।  বিক্রি যেমন বেড়েছ তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে দামও। প্রতিটি দোকানেই আগে গড়ে ৫-১০ টা স্যানিটাইজার বিক্রি হতো। যার সংখ্যা রীতিমতো ৩০০ ছাড়িয়ে যাচ্ছে।  অনেক দোকানিদেরই আবার সাপ্লাই দিতে গিয়েই হিমশিম অবস্থা ।  ছোট, বড়, মাঝারি সব সাইজের স্যানিটাইজারেরই বিক্রি বেড়েছে।

 

 

বাজার চলতি পকেট স্যানিটাইজারও দেদার বিকোচ্ছে মার্কেটে। বাড়ির বড়রাও পকেট স্যানিটাইজার কিনে দিচ্ছে ছোটদের। কিন্তু এই  ভয়াবহ পরিস্থিতেতে নিজেকে এই মারণ রোগের হাত থেকে বাঁচাতে বাড়িতেই বানিয়ে নিতে পারেন হ্যান্ড স্যানিটাইজার। কিন্তু ভাবছেন তো কীভাবে বানাবেন, খুব সহজেই মাত্র কয়েকটা জিনিস দিয়েই বানিয়ে নিতে পারেন এই স্যানিটাইজার। রইল সহজ পদ্ধতি।

 

 

উপকরণঃ

যে কোনও হার্ডওয়ারের দোকান থেকে আইসোপ্রোপাইল অ্যালকোহলের মিশ্রণ কিনতে পাওয়া যায়। সেটা কেনার সময়ে দেখে নেবেন যেন ৯১ শতাংশ   আইসোপ্রোপাইল অ্যালকোহল বা রাবিং অ্যালকোহল রয়েছে এমন মিশ্রণ কেনার। তার সঙ্গে কিছুটা পরিমাণ গ্লিসারিন বা অ্যালোভেরা জেল মিশিয়ে নিন।  আর গন্ধের জন্য আপনার পছন্দ মতো এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিন।

পদ্ধতিঃ

২/৩ কাপ আইসোপ্রোপাইল অ্যালকোহলের সঙ্গে ১/৩ কাপ গ্লিসারিন বা অ্যালোভেরা জেল মিশিয়ে নিন। তারপর ভাল করে মিশ্রণটি মিশিয়ে নিয়ে তার মধ্যে আপনার পছন্দের যে কোনও এসেনসিয়াল অয়েল মিশিয়ে নিন। এবার এই তিন উপাদান ভাল করে মিশিয়ে নিলেই তৈরি আপনার হ্যান্ডওয়াশ। তারপর একটি বোতলে ভরে রেখে দিন। যখনই হাত ধোবেন তখনই এটি ব্যবহার করুন। ১ ঘন্টা অন্তর অন্তর হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধুয়ে নিন।
 

PREV
click me!

Recommended Stories

Lifestyle News: ফেংশুই মতে কোন জিনিসগুলি রাখলে আপনার গৃহকোণ সুখ শান্তিতে ভরে উঠবে জানুন বিস্তারিত
স্কাইডাইভিং থেকে রাফটিং- রইল পর্যটকদের জন্য ৫টি রোমাঞ্চকর স্পোর্টসের হদিশ