আইএলডি এক ধরনের ফুসফুসের রোগ, যার কারণ মূলত আজও অজানা

  • আইএলডি একধরনের ফুসফুসের অসুখ
  • এটি মূলত ইডিওপ্যাথিক রোগ
  • কিছু কারণ জানা থাকলেও মূল কারণ এখনও অজানা
  • এই রোগে ধীরে  ধীরে ফুসফুস শুকিয়ে যায়

ইনটারস্টিশিয়াল লাং ডিজিজ বা আইএলডিসোজা কথায় বলতে গেলে অসুখটি হল ফুসফুস  ধীরে ধীরে শুকিয়ে যাওয়াঅনেকেরই এই রোগের সূত্রপাত হয় কাশি দিয়েএবং তা চলতেই থাকেএই অসুখের কাশি মূলত শুকনো, অর্থাৎ কফ ছাড়া এই অসুখে অনেক সময়ে পরিশ্রম করতে গেলেও কাশি শুরু হয় বা বেড়ে যায় জোরে হাঁটা বা সিঁড়ি দিয়ে উঠতেও শ্বাসকষ্ট শুরু হয় এবং তা বাড়তে থাকে পরিশ্রম করার ক্ষমতা বাড়ে অনেক সময়ে এই রোগে আক্রান্ত রোগী বসে বসেই হাঁপান অথচ তিনি যে হাঁপানিতে ভুগছেন, এমনটা নয়

রিউমাটয়েড আর্থারাইটিস বা অন্য়ান্য় হাড়ের রোগের উপসর্গ হিসেবে যেমন গাঁটে ব্য়থা হয়, এই অসুখেও অনেক সময়ে তেমনটা দেখা যায় বেশ কিছুদিন চলতে থাকা আর বাড়তে থাকা এই অসুখের প্রভাবে শরীরে অন্য়ান্য় কষ্টও বাড়তে পারে ডানদিকের হৃদযন্ত্রের ওপর এর কুপ্রভাব তাড়াতাডি় দেখা দেয় ফুসফুস ক্রমশ শুকিয়ে যায়, যার ফলে রোগী ক্রমশ বিছানাবন্দি হয়ে পড়ে ওষুধ,পথ্য ও অক্সিজেন দেওয়া হয় রোগীকে কিন্তু কখনও কখনও অজ্ঞাত কারণেই অসুখ ও শ্বাসকষ্ট বাড়তে পারে যেহেতু এই রোগীদের ফুসফুসের ক্ষমতা কমে যায়, তাই সামান্য় কোনও সংক্রমণে এই রোগীরা অসুস্থ হয়ে পড়েন ভীষণভাবে তাই সামান্য় শর্দিজ্বরেই বিশেষ সাবধনতা অবলম্বন  করা উচিত এই রোগে

Latest Videos

এই রোগ কেন হয়, তার কিছু কারণ জানা আছে ঠিকই কিন্তু অনেক সময়ে আবার জানাও যায় না সারকয়ডোসিস, রিউমাটয়েড আর্থারাইটিসের মতো কিছু  অসুখ থেকেও এই রোগ হতে পারে বলতে গেলে ডাক্তারের কাছে এই রোগের বিভিন্ন কারণ রয়েছে যেমন কিছু জন্মগত কারণ রয়েছে, তেমন কিছু অন্য়ান্য় অসুখও রয়েছে তবে অধিকাংশ ক্ষেত্রেই আইএলডি হল ইডিওপ্য়াথিক অর্থাৎ কারণ না -জানা অসুখ স্টেরয়েড ও কিছু ইমিউনোসাকসেসিভ ওষুধ দিয়ে এই রোগের চিকিৎসা করা হয় এছাড়াও বাজারে নতুন কিছু ওষুধ  এসেছে আশা করা যায়, ভবিষ্য়তে এই রোগের চিকিৎসা অনেক কার্যকরী ও পার্শ্বপ্রতিক্রিয়ামুক্ত হবে

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury