এই মরশুমে টম্যাটোর সাহায্যে ত্বক করে তুলুন দিপ্তীময় ও আকর্ষনীয়

  • এই মরশুমে বাজারে সহজলভ্য টম্যাটো
  • কীভাবে ত্বকের পরিচর্যায় ব্যবহার করবেন টম্যাটো
  • ত্বক নরম ও আর্দ্রতা বজায় রাখতে টোম্যাটোকে ব্যবহার করুন 
  • সারাদিনের ক্লান্ত ত্বকের জেল্লা ফেরাতে ব্যবহার করুন টোম্যাটো

এই মরশুমে বাজারে সহজলভ্য টম্যাটো। এখন যদিও সারা বছর এই সবজির চাহিদাও থাকে বাজারে পাওয়াও যায়। তবু শীতের মরশুম আসার আগে থেকেই টম্যাটো হয়ে ওঠে আরও রসাল। এই মরশুমে রান্না থেকে স্যালাড, চ্যাটনি থেকে রূপচর্চা সবেতেই কাজে লাগে টম্যাটো। কীভাবে ত্বকের পরিচর্যায় ব্যবহার করবেন টম্যাটো, জেনে নিন।

আরও পড়ুন- সাঁতার কাটুন, শরীর-মন দুই ভাল রাখুন

Latest Videos

ত্বক নরম ও আর্দ্রতা বজায় রাখতে টোম্যাটোকে ব্যবহার করুন টোনার হিসেবে। একটি শসার রস ও একটা টোম্যাটোর রস একসঙ্গে মিশিয়ে এয়ার টাইট কন্টেনারে ভরে ফ্রিজে রেখে দিন। তবে ৪ দিনের বেশি রেখে তা ব্যবহার করতে পারবেন না। বাইরে থেকে ফিরে মুখ পরিষ্কার করে তুলো দিয়ে ব্যবহার করুন।  

আরও পড়ুন- বাড়িতেই বানিয়ে নিন এই ম্যাজিক সেরাম, রুক্ষ ত্বক-কে বিদায় জানান চিরতরে

সারাদিনের ক্লান্ত ত্বকের জেল্লা ফেরাতে ব্যবহার করুন টোম্যাটো। এর জন্য একটা টোম্যাটোর রস নিয়ে তাতে সামান্য় মুলতানি মাটি আর এক চাচামচ পুদিনার রস মেশান। সারা মুখে এই মিশ্রণটা মেখে ভালো করে শুকিয়ে নিন। সপ্তাহে একবার করে টানা ২ মাস ব্যবহার করুন। অর্থাৎ পরপর ৮ সপ্তাহ ব্যবহার করলেই ত্বক উজ্জ্বল দেখাতে শুরু করবে।

আরও পড়ুন- গায়ের অসহ্যকর দুর্গন্ধে নাজেহাল, দূর করুন ঘরোয়া পদ্ধতিতে

ত্বকের উপরে জমে যাওয়া ডেড সেল তুলে ভিতরের দিপ্তী ফিরিয়ে আনুন টোম্যাটো দিয়ে। এর জন্য দুটো খোসাসমেত পাতিলেবু, দুটো বরফের কিউব, কিছুটা পুদিনা পাতা আর দুটো টোম্যাটো ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিন। এবার তাতে পাঁচ টেবিলচামচ চিনি ভালো করে মিশিয়ে নিন। এই স্ক্রাবটি মুখে, গলায়, হাতে লাগিয়ে হালকা হাতে স্ক্রাব করুন। ত্বক ভিতর থেকে পরিষ্কার হয়ে উঠবে, পুষ্টিও পাবে। সপ্তাহে দু’বার ব্যবহার করলেই তফাৎটা নিজেই বুঝতে পারবেন।

Share this article
click me!

Latest Videos

‘চাকরিপ্রার্থীদের মুখোমুখি হওয়ার ভয়ে মমতা দার্জিলিং পালিয়েছে’ শুভেন্দুর তীব্র আক্রমণ মমতাকে!
আঁতকে ওঠা দৃশ্য! মাটি খুঁড়তে গিয়ে এ কী বেরিয়ে গেল! আতঙ্কে নদীয়ার হবিবপুর! | Nadia News Today
সাংবাদিকদের দেখেই দে ছুট! চাঞ্চল্য গোটা এলাকায়, ব্যপার কী? দেখুন
Live: সাংবাদিক সম্মেলনে শমীক ভট্টাচার্য ও শিশির বাজোরিয়া, কী বলছেন, দেখুন সরাসরি
জগদ্দলে গুলি ও বোমাবাজি, তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক-কে দায়ী করলেন অর্জুন সিং | Arjun Singh