অল ইন ওয়ান প্ল্যান নিয়ে হাজির জিও, দেখে নিন সুবিধাগুলি

Published : Dec 03, 2019, 05:24 PM IST
অল ইন ওয়ান প্ল্যান নিয়ে হাজির জিও, দেখে নিন সুবিধাগুলি

সংক্ষিপ্ত

জিও নিয়ে এসেছে তাদের একাধিক নতুন পরিষেবা ৪৪৪ টাকার প্যাকে পাওয়া যাচ্ছে প্রতিদিন ২ জিবি ডেটা ব্যবহারের সুবিধা ১৪৯,২২২,৩৩৩ টাকার প্ল্যানগুলিও যথাক্রমে ২৪, ২৮, ৫৬ দিন বৈধ থাকবে  নন জিও নেটওয়ার্কে ৩০০০ মিনিট ফ্রি কলের সুবিধা পাবেন

টেলিকম সংস্থাগুলি মোবাইল পরিষেবার দাম বাড়াচ্ছে। এবার জিও  নিয়ে এসেছে তাদের নতুন প্ল্যান। দাম বাড়ালেও গ্রাহকদের কথা মাথায় রেখে জিও নিয়ে এসেছে তাদের একাধিক নতুন পরিষেবা। মোবাইল খরচ ৪০ শতাংশ বাড়লেও জিও অল ইন ওয়ান অফারে দিচ্ছে ৩০০ শতাংশ অতিরিক্ত সুবিধা।

আরও পড়ুন-হাতের যত্নে ম্যাজিকের মতো কাজ করবে ঘরোয়া টোটকাগুলি...

৪৪৪ টাকার প্যাকে পাওয়া যাচ্ছে প্রতিদিন ২ জিবি ডেটা ব্যবহারের সুবিধা। প্রতিদিন ১০০ টি করে এসএমএস-এর সুবিধা। তার সঙ্গে থাকছে আনলিমিটেড কলের সুবিধা। নন জিও নেটওয়ার্কে ১০০০ মিনিট কলের সুবিধা। যা বৈধ থাকবে ৮৪ দিন।

আরও পড়ুন-ত্বকে বয়সের ছাপ ও বলিরেখা এড়াতে, এই টোটকা কাজ করবে ম্যাজিকের মত...

১৪৯,২২২,৩৩৩ টাকার প্ল্যানগুলিও যথাক্রমে ২৪, ২৮, ৫৬ দিন বৈধ থাকবে। আর ৫৫৫ টাকার প্যাক ৮৪ দিন বৈধ থাকবে। বাকি যা যা সুবিধা সবই এক থাকবে । শুধু নন জিও নেটওয়ার্কে ৩০০০ মিনিট ফ্রি কলের সুবিধা পাবেন।

PREV
click me!

Recommended Stories

এবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, সপ্তাহের সবচেয়ে "ওয়র্স্ট ডে অফ দ্য উইক" দিনটিকে স্বীকৃতি দিল
Egg Shells: ডিমের খোসা ফেলে না দিয়ে ব্যাবহার করতে পারেন এই বিশেষ কয়েকটি উপায়?