নতুন চমক নিয়ে আসছে জিও ফোন ৩ ও জিও গিগাফাইবার প্ল্যান

  • আগামীকাল লঞ্চ হচ্ছে জিও ফোন ৩
  • সেই সঙ্গে ঘোষনা করা হবে জিও গিগাফাইবারের দাম
  • একসঙ্গে পাওয়া যাবে মোবাইল, ডিটিএইচ-সহ আইপিটিভি, ল্যান্ডলাইন কানেকশনের সুবিধা
  • এর সঙ্গে গ্রাহকরা পাবেন একটি অপটিক্যাল নেটওয়ার্ক টার্মিনালও 

সোমবারের আনুষ্ঠানিকভাবে বাজারে আসতে চলেছে জিও ফোনের নতুন ভার্সান। ফিচার ফোনের মধ্যে ভালো ব্যবসা করেছিল জিও ফোন। তবে জিও ফোন ২ সেই তুলনায় ভালো ব্যবসা করতে পারেনি। তাই এবার জিও ফোন প্রেমীরা অপেক্ষায় রয়েছেন জিও ফোন ৩ লঞ্চের। 
সম্প্রতি একটি বিবৃবিতে রিলায়েন্স গোষ্ঠীর প্রধান মুকেশ আম্বানি জানিয়েছেন, জিও ফোন ৩ লঞ্চের সঙ্গে সঙ্গে সেদিন জিও গিগাফাইবারের দাম ঘোষনা করা হতে পারে। ইতিমধ্যেই জিও গিগাফাইবারের প্রিভিউ গ্রাহকদের ল্যান্ড লাইন পরিষেবা দেওয়া শুরু করে দিয়েছে সংস্থা। যেখান থেকে করা যাবে আনলিমিটেড ভয়েস কল।
গত বছরই জিও গিগাফাইবারের পরিষেবার কথা জানিয়েছিলেন মুকেশ আম্বানি। তার এক বছর পর বাণিজ্যিকভাবে শুরু হতে চলেছে এই পরিষেবা। গিগাফাইবারের ট্রিপল পে প্ল্যানে থাকবে হাই স্পিড ডেটা, লাইভ টিভি আর আনলিমিটেড কল করার সুযোগ। ইন্টারনেট ব্যবহারের জন্য একটি অপ্টিকাল নেটওয়ার্ক টার্মিনালও দেবে সংস্থা। এছাড়াও লাইভ টিভি দেখার জন্য থাকবে জিও গিগাবক্স। আর ফোন কলের জন্য সঙ্গে দেওয়া হবে ল্যান্ড লাইন কানেকশন। 
জিও গিগাফাইবারের পরিষেবা শুরু করার জন্য চলছিল বিটা টেস্টিং। এই টেস্টিং এর শুরুতে গিগা ফাইবারের কানেকশন এর জন্য় ধার্য করা হয়েছিল ৪৫০০ টাকা। তবে পরবর্তীকালে সেই দাম কমিয়ে ২৫০০ টাকায় কম দামের ওএনটি ডিভাইস-সহ প্ল্যান এর কথা জানিয়েছিল সংস্থা। সম্প্রতি মাত্র ৬০০ টাকায় গিগা ফাইবারের জন্য ট্রিপল প্ল্যান এনেছে জিও । এই প্ল্যানে গ্রাহকরা মাসে মাত্র ৬০০ টাকায় ব্যবহার করতে পারবেন এই পরিষেবা।

Share this article
click me!

Latest Videos

'TMC একা ৮০ শতাংশ ভোট পায় কি করে!' প্রশ্ন দিলীপ ঘোষের | Dilip Ghosh | BJP News |
'উপনির্বাচনের ফলাফল নিয়ে BJP ভাবেনা' আর কি বললেন শুভেন্দু? দেখুন | Suvendu Adhikari
ভেঙে পড়ার কারন নেই! কেন BJP-র হার, জানালেন শুভেন্দু | Suvendu Adhikari | BJP News
WB By Election: ‘Madarihat-এ যেই ফলাফলটা হয়েছে সেটা প্রত্যাশিত নয়!’ এ কী বললেন Samik Bhattacharya
রুগী মৃত্যু কে কেন্দ্র করে Doctor ও Nurse-দের উপর আক্রমণ, শুনুন সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা