তুমি জীবনের প্রথম স্বপ্ন, তুমি আমার জীবনের একটি সুন্দপ গোলাপ। Happy Rose Day।
তুমি আমার জীবনের সেই সুন্দর গোলাপ,
যার লাল রং আমার হৃদয়কে ভালোবাসায় পূর্ণ করে।
Happy Rose Day
হাজার হাজার গোলাপ আছে, কিন্তু আমারটা সবচেয়ে সুন্দর। Happy Rose Day
তুমি সেই গোলাপ যার সৌন্দর্যের খামতি নেই, কাঁটাও নেই, Happy Rose Day।
তোমার চেয়ে সুন্দর কেউ হলে একটা গোলাপ নিয়ে আসতাম। Happy Rose Day।
তোমার হাসি আমার হৃদয়ের সবচেয়ে প্রিয় গোলাপ। Happy Rose Day
তুমি আমার জীবনের প্রতিটি দিনকে রোজ ডে করে তুলেছে। Happy Rose Day।
Happy Rose Day প্রিয়। তুমি আমার ভালোবাসার গোলাপ।
তোমার হাসি আমার হৃদয়ের সবচেয়ে প্রিয় গোলাপ।
তোমার চোখের মায়ায় আমি বন্দি। Happy Rose Day।
Sayanita Chakraborty