সাধারণ দিনগুলিতেই বাড়িতে মশার উপদ্রব অনেক বেশি থাকে। বর্ষা ও শীতকালে তো কথাই নেই। এর ফলে ম্যালেরিয়া, চিকুনগুনিয়া, ডেঙ্গু போன்ற বিপজ্জনক সংক্রামক রোগ হতে পারে। এমনকি জীবনও যেতে পারে। তাই মশা তাড়াতে অনেকেই মশা মারার কয়েল, স্প্রে ইত্যাদি রাসায়নিক জিনিস ব্যবহার করেন। এগুলো মশা মারলেও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই মশা তাড়াতে প্রাকৃতিক উপায় অবলম্বন করাই ভালো। কিছু ঘরোয়া উপাদান ব্যবহার করলেই মশা তাড়ানো যায়। সেগুলো কী কী, কীভাবে ব্যবহার করবেন তা এই পোস্টে জেনে নিন।