বছর ১৩-র বাঙালি কন্যার ব়্যাপ মুহুর্তে ভাইরাল, এখন এই গানেই বুঁদ ইন্টারনেট

যত দিন যাচ্ছে ছেলেদের পাশাপাশি মেয়েরাও ব়্যাপ গানে নিজেদের জায়গা পাকা করছেন। নামজাদা ও জনপ্রিয় শিল্পী না হলেও সম্প্রতি বছর ১৩-র বাঙালি কন্যার ব়্যাপ গান মুহুর্তে ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়। দেখে নিন ভাইরাল হওয়া সেই গান-

 

Web Desk - ANB | Published : Feb 12, 2023 11:46 AM IST

ব়্যাপ গান ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে নেটিজেনদের কাছে। ৯০ দশকে বাবা সয়গল থেকে শুরু করে বর্তমানে রফতার, বদশা, হানি সিং -ছাড়াও আরও শিল্পীরা এই ব়্যাপ গানে মন কেড়ে নিয়েছেন আমাদের। চলতি সমাজ ব্যবস্থা, মেয়েদের প্রতি অত্যাচার, প্রতিবাদ বারংবার ফুঁটে উঠেছে এই গানের হাত ধরে। আধুনিক গানের এই রূপ তাই অনেকের যুবক-যুবতির মনোরঞ্জনের পাশাপাশি প্রতিবাদের এক অস্ত্রও হয়ে উঠেছে। শহরের ওলিতে-গলিতে, শহরের নামজাদা শপিং মলের ভীড়ে এদের কন্ঠস্বর প্রায়ই শোনা যায়।

যত দিন যাচ্ছে ছেলেদের পাশাপাশি মেয়েরাও ব়্যাপ গানে নিজেদের জায়গা পাকা করছেন। এর মধ্যে সোশাল মিডিয়াতে ঢেউ তুলেছিল 'ম্যাঁয় নেহি তো কোন বে' - এই গানটি। নেট দুনিয়ায় ব্যাপক ভাবে সাড়া ফেলেছিল শিল্পী সৃষ্টি-র গাওয়া এই ব়্যাপ গান। ঠিক একই ভাবে নামজাদা ও জনপ্রিয় শিল্পী না হলেও সম্প্রতি বছর ১৩-র বাঙালি কন্যার ব়্যাপ গান মুহুর্তে ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়। দেখে নিন ভাইরাল হওয়া সেই গান-

Latest Videos

এই ব়্যাপ গান যেন মনে করিয়ে দেয় 'ব্রিথলেস'- এর কথা। কয়েক মুহুর্তে তোলপাড় হয় ইন্টারনেট। এ যেন শঙ্কর মহাদেবনের ব্রিথলেসের হুবহু স্মৃতি। হিন্দি-বাংলা মিক্সে ব়্যাপ গেয়ে ভাইরাল এই কিশোরী। বাঙালি এই কন্যার ব়্যাপ গান-এ এখন বুঁদ ইন্টারনেট। কখন-কোথায় কবে এই ভিডিও শ্যুট হয়েছে তা জানা যায়নি। কিন্তু, এই সব তথ্যকে নাকচ করেই ভাইরাল এই কিশোরীর ব়্যাপ গান।

Share this article
click me!

Latest Videos

Live: তালডাংরায় নির্বাচনী প্রচারে এসে হুঙ্কার সুকান্ত মজুমদারের, দেখুন সরাসরি
হুমায়ুনের বিরুদ্ধে কোন ব্যবস্থা নয় তাহলে মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে এফআইআর কেন? প্রশ্ন অগ্নিমিত্রার
Suvendu Adhikari : 'পোলিং এজেন্টকে বুথ থেকে বের করে দিলে আমরা জাতীয় সড়ক অবরোধ করব' হুঙ্কার শুভেন্দুর
চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় এবার মাসাই জাতির গল্প! অনন্য থিমে নজর কাড়লো শীতলা তলা জগদ্ধাত্রী পুজো
'বারবার কেন হিন্দুদের উপর আক্রমণ?' জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে এসে গর্জে উঠে যা বললেন শুভেন্দু