বছর ১৩-র বাঙালি কন্যার ব়্যাপ মুহুর্তে ভাইরাল, এখন এই গানেই বুঁদ ইন্টারনেট

যত দিন যাচ্ছে ছেলেদের পাশাপাশি মেয়েরাও ব়্যাপ গানে নিজেদের জায়গা পাকা করছেন। নামজাদা ও জনপ্রিয় শিল্পী না হলেও সম্প্রতি বছর ১৩-র বাঙালি কন্যার ব়্যাপ গান মুহুর্তে ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়। দেখে নিন ভাইরাল হওয়া সেই গান-

 

ব়্যাপ গান ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে নেটিজেনদের কাছে। ৯০ দশকে বাবা সয়গল থেকে শুরু করে বর্তমানে রফতার, বদশা, হানি সিং -ছাড়াও আরও শিল্পীরা এই ব়্যাপ গানে মন কেড়ে নিয়েছেন আমাদের। চলতি সমাজ ব্যবস্থা, মেয়েদের প্রতি অত্যাচার, প্রতিবাদ বারংবার ফুঁটে উঠেছে এই গানের হাত ধরে। আধুনিক গানের এই রূপ তাই অনেকের যুবক-যুবতির মনোরঞ্জনের পাশাপাশি প্রতিবাদের এক অস্ত্রও হয়ে উঠেছে। শহরের ওলিতে-গলিতে, শহরের নামজাদা শপিং মলের ভীড়ে এদের কন্ঠস্বর প্রায়ই শোনা যায়।

যত দিন যাচ্ছে ছেলেদের পাশাপাশি মেয়েরাও ব়্যাপ গানে নিজেদের জায়গা পাকা করছেন। এর মধ্যে সোশাল মিডিয়াতে ঢেউ তুলেছিল 'ম্যাঁয় নেহি তো কোন বে' - এই গানটি। নেট দুনিয়ায় ব্যাপক ভাবে সাড়া ফেলেছিল শিল্পী সৃষ্টি-র গাওয়া এই ব়্যাপ গান। ঠিক একই ভাবে নামজাদা ও জনপ্রিয় শিল্পী না হলেও সম্প্রতি বছর ১৩-র বাঙালি কন্যার ব়্যাপ গান মুহুর্তে ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়। দেখে নিন ভাইরাল হওয়া সেই গান-

Latest Videos

এই ব়্যাপ গান যেন মনে করিয়ে দেয় 'ব্রিথলেস'- এর কথা। কয়েক মুহুর্তে তোলপাড় হয় ইন্টারনেট। এ যেন শঙ্কর মহাদেবনের ব্রিথলেসের হুবহু স্মৃতি। হিন্দি-বাংলা মিক্সে ব়্যাপ গেয়ে ভাইরাল এই কিশোরী। বাঙালি এই কন্যার ব়্যাপ গান-এ এখন বুঁদ ইন্টারনেট। কখন-কোথায় কবে এই ভিডিও শ্যুট হয়েছে তা জানা যায়নি। কিন্তু, এই সব তথ্যকে নাকচ করেই ভাইরাল এই কিশোরীর ব়্যাপ গান।

Share this article
click me!

Latest Videos

২৬ এর নির্বাচনে কী থাকবেন ফিরহাদ হাকিম? বাতলে দিলেন শমীক ভট্টাচার্য #shorts #shortsfeed #bjp #tmc
দেবের সামনেই! ঘাটালে TMC-র শত্রু TMC! Dev ও শঙ্কর অনুগামীদের মধ্যে হাতাহাতি | Ghatal | Dev |
Live | India vs Australia : পারথে সাড়ে তিন দিনে টেস্ট জয়, বিদেশের মাটিতে ভারতের সেরা সাফল্য?
'আমাদের এখানে কিম জং-য়ের লাইট ভার্সন আছে' Mamata-কে নাম না করে চরম কটাক্ষ Sukanta Majumdar-এর
Bangladesh-এ হিন্দুনেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার, মুক্তির দাবিতে Md Yunus-কে হুঁশিয়ারি শুভেন্দুর