
রাস্তায় সুন্দর পাতাবাহার বা ফুলের গাছ দেখলেই তুলে বা কিনে এনে বাড়িতে টবে লাগান। অথচ কিছুদিন যেতে না যেতেই শুকিয়ে যায় গাছ। প্রথমে জলের অভাব মনে হলেও, দেখা যায় বর্ষাতেও একই দৃশ্য। অনেকেই আবার বলেন সবার হাতে নাকি গাছ ভালো হয় না। এমনটা আশঙ্কা করে মনটা খারাপ হয়ে যায় যে, আপনার হাতেও বুঝে গাছ ভালো হয় না।
আসলে হাতের গুণ নয়, পরিচর্যায় কিছু ভুল থাকলে তবেই গাছ শুকিয়ে যেতে পারে। একেকটি গাছের জন্য এক একরকম পরিবেশ ও পরিচর্যার প্রয়োজন পড়ে। তাই গার্ডেনিং এর শখ থাকলে গাছ পরিচর্যার কিছু নিয়ম জানতে হবে। গার্ডেনিং -এর ক্ষেত্রে ঠিক কোন কোন ভুলগুলো করলে আপনার সব শখের গাছ শুকিয়ে যেতে পারে, জেনে নিন।
১। সঠিক টব নির্বাচন
গাছের প্রজাতি বা চারার ধরন অনুযায়ী বাঁচতে হবে টব। খুব ছোট আকারের টব ব্যবহার না করে প্রথমে মাঝারি আকারের টব নেওয়াই ভালো। ধরুন ৮ থেকে ১২ ইঞ্চি ব্যাসের টব নিতে পারেন। পরে গাছ বড় হলে টবের আকার আরো বড় নিতে হবে, অন্তত ১৬ ইঞ্চি ব্যাসযুক্ত। কোনো টবে গাছ লাগানোর পর যদি দেখেন গাছের বৃদ্ধি থেমে গিয়েছে, পাতা বিবর্ণ হয়ে যাচ্ছে, জল দিলেও মাটি দ্রুত শুকিয়ে যাচ্ছে, তা হলে বুঝতে হবে শিকড় বেড়ে গিয়ে পুরো টবে ছড়িয়ে পড়েছে। তখনই বড় আকারের টবে গাছ লাগানো দরকার।
২। টবের সুনিকাশি ব্যবস্থা
টবে বসানো গাছ নিয়মিত রোদ ও জল পাওয়ার পরেও যদি দেখেন গাছের পাতা বিবর্ণ হয়ে যাচ্ছে, বুঝতে হবে টবের নিকাশি ব্যবস্থা ঠিক নেই। টবের নিচের দিকে যে ছিদ্র দিয়ে মাটিতে জমে থাকা অতিরিক্ত জল বেরিয়ে যায়, সেদিকে খেয়াল করে দেখুন।
আসলে সব গাছের জল শোষণ ও ধারণ ক্ষমতা সমান নয়। তাই কোনো গাছে কম জলের প্রয়োজন হলে মাটিতে জমে থাকা অতিরিক্ত জল নিজেই যাতে নিকাশি পথ দিয়ে বেরিয়ে যেতে পারে, সেই ব্যবস্থা করে রাখতে হবে।
৩। অতিরিক্ত জল জমা নয়
বর্ষায় অতিরিক্ত বৃষ্টিতে গাছের গোড়ায় জল জমবেই। অনেক গাছই সেই অতিরিক্ত জমা জল সহ্য করতে পারে। আবার অনেক গাছের গোড়াই অতিরিক্ত জমা জলে নষ্ট হয়ে যেতে পারে। বৃষ্টি হলেই নিয়ম করে টবে জমা জল ফেলে পরিষ্কার করে নিন।
৪। চাই পর্যাপ্ত রোদ
জল ধারণ ও শোষণের মতো প্রত্যেকটি গাছের রোদ নেওয়ার ক্ষমতাও ভিন্ন ভিন্ন। কিছু গাছ আছে যেগুলো রোদ ছাড়া ঘরের ভিতরই বেড়ে উঠতে পারে। এগুলিকে উঠোনে বা ছাদে সরাসরি রোদে অতিরিক্ত সময় রেখে দিলে পাতা বিবর্ণ হয়ে যেতে পারে, শুকিয়েও যেতে পারে। তাই গাছ বুঝে ছাদে, উঠোনে বা ঘরের ছায়া পরিবেশে রাখুন।