
বিভিন্ন ত্বকের সমস্যা দূর করতে অ্যাভোকাডো একটি দুর্দান্ত ফল। ত্বকের স্থিতিস্থাপকতা এবং আর্দ্রতা উন্নত করতে সাহায্যকারী ভিটামিন, খনিজ এবং স্বাস্থ্যকর ফ্যাট অ্যাভোকাডোতে রয়েছে। অ্যাভোকাডোতে রয়েছে ভিটামিন এ, ই এবং সি। প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং স্বাস্থ্যকর ফ্যাটও রয়েছে। তৈলাক্ত ত্বক, শুষ্ক ত্বক, যে কোন ধরণের ত্বকের জন্যই ব্যবহার করতে পারবেন এই ফেস প্যাক। সপ্তাহে ২ থেকে ৩ দিন ব্যবহারে মিলবে উপকার। ত্বকে আসবে জেল্লা।
এক
২ চা চামচ অ্যাভোকাডো পেস্ট, ১ চা চামচ অলিভ অয়েল এবং ½ চা চামচ বেসন একসাথে মিশিয়ে মুখে এবং গলায় লাগান। ভালো করে শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। সপ্তাহে ২ থেকে ৩ দিন ব্যবহারে মিলবে উপকার। ত্বকে আসবে জেল্লা।
দুই
২ চামচ অ্যাভোকাডো পেস্ট এবং অল্প পরিমাণে দই একসাথে মিশিয়ে মুখে এবং গলায় লাগান। ভালো করে শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুই থেকে তিনবার এই প্যাক ব্যবহার করতে পারেন। সপ্তাহে ২ থেকে ৩ দিন ব্যবহারে মিলবে উপকার। ত্বকে আসবে জেল্লা।
তিন
২ চামচ অ্যাভোকাডো পেস্টের সাথে অল্প পরিমাণে অ্যালোভেরা জেল মিশিয়ে মুখে এবং গলায় লাগান। ভালো করে শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। ত্বকের কালচে ভাব দূর করতে এই প্যাক খুবই উপকারী। সপ্তাহে ২ থেকে ৩ দিন ব্যবহারে মিলবে উপকার। ত্বকে আসবে জেল্লা।
চার
অ্যাভোকাডো ও মধুর প্যাক বানাতে পারেন। অ্যাভোকাডো খোসা ছাড়িয়ে পেস্ট করে নিন। তার সঙ্গে মেশান মধু। ভালো করে মিশিয়ে প্যাক বানান। তা ত্বকে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। সপ্তাহে ২ থেকে ৩ দিন ব্যবহারে মিলবে উপকার। ত্বকে আসবে জেল্লা। মেনে চলুন এই সকল বিশেষ টিপস। এতে মিলবে উপকার। ত্বকে আসবে জেল্লা। দূর হবে ত্বকের সকল দাগ ও ছোপ।