Published : Nov 02, 2024, 05:39 PM ISTUpdated : Nov 02, 2024, 05:44 PM IST
ভাই ফোঁটা মানেই এক ভাই ও বোনের দিন। বাঙালিদের এই ভাই ফোঁটা মানে কালী পুজোর শেষে হওয়া এই ঘরোয়া অনুষ্ঠান। এই দিন মানেই ঘরে ঘরে ভাই বোনের পবিত্র সম্পর্কে অটুট থাকার অঙ্গিকার নেওয়ার পালা এই শুভক্ষণে আপনার ভাই ও দাদাদের জানান ভাই ফোঁটার সেরা শুভেচ্ছা।