বেকিং সোডা এবং লেবুর রস
রঙ্গোলির দাগ যদি এখনও মেঝেতে লেগে থাকে, তাহলে এক চামচ বেকিং সোডা এবং লেবুর রস মিশিয়ে পেস্ট তৈরি করুন। এই পেস্ট দাগের উপর লাগিয়ে ১০-১৫ মিনিট রেখে দিন। তারপর হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেললে দাগের কোনো চিহ্ন থাকবে না।
সাবান গুঁড়ো
রঙ্গোলির দাগ তুলতে সাবান গুঁড়ো ব্যবহার করুন। অল্প জলে মিশিয়ে পেস্ট তৈরি করে দাগের উপর লাগান। কিছুক্ষণ পর ঘষে জলে ধুয়ে ফেললেই দাগ উঠে যাবে।
উপরের যেকোনো একটি পদ্ধতি অনুসরণ করলেই দীপাবলির রঙ্গোলির দাগ সহজেই তুলে ফেলা যাবে।