Bhai Phota 2023: ভাই ফোঁটা উপলক্ষে শুভেচ্ছা জানান দাদা ও ভাইদের, রইল এমনই সেরা ১০ শুভেচ্ছা বার্তার হদিশ

ভাই ফোঁটা মানেই এক ভাই ও বোনের দিন। বাঙালিদের এই ভাই ফোঁটা মানে কালী পুজোর শেষে হওয়া এই ঘরোয়া অনুষ্ঠান। তাই এই শুভক্ষণে আপনার প্রিয় ভাই ও দাদাদের জানান ভাই ফোঁটার সেরা শুভেচ্ছা।

Deblina Dey | Published : Nov 13, 2023 7:09 PM / Updated: Nov 13 2023, 07:16 PM IST
18

আমি ঈশ্বরের কাছে সত্যিই কৃতজ্ঞ যে তোমার মতো একজন দাদা তিনি আমার জীবনে দিয়েছেন। আমার দেখা পৃথিবীর সেরা দাদা তুমি। এইভাবে সুখে এবং দুঃখে সারাজীবন আমার পাশে থেকো। ভ্রাতৃদ্বিতীয়া অনেক অনেক শুভেচ্ছা এবং প্রণাম রইল!

28

তোমার দীর্ঘ জীবন এবং সুস্বাস্থ্যের জন্য ভগবানের কাছে প্রার্থনা করি। শুভ ভাইফোঁটা।

38

ভাইফোঁটা আমার কাছে আমার মনের কথা তোকে জানানোর একটি দিন। তুই আমার কাছে সব। খুব ভালো থাকিস। আশা করব ঈশ্বর তোর জীবনে আনন্দ এবং সুখে ভরিয়ে রাখবে। আমার ছোট ভাইকে আমার অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা জানাই। শুভ ভাইফোঁটা ভাই!

48

হোলি যেমন রঙের উৎসব। দীপাবলি তেমন আলোর উৎসব। ঠিক তেমনি ভ্রাতৃদ্বিতীয়া আমাদের ভাইবোনের বন্ধন শক্তিশালী করার উৎসব। শুভ ভাইফোঁটা!

58

ছোট থেকে আমার না বলার আগে তুমি সব বুজতে পারতে আমার মনের কথা। আমাকে খুশি করার জন্য তুমি সব কিছু করেছ। তুমিই পৃথিবীর সেরা ভাই। শুভ ভ্রাতৃদ্বিতীয়া!

68

আজকের ভাইবোনের এই শুভ দিনে তোমাকে জানাই ভাইফোঁটার শুভেচ্ছা এবং অনেক ভালোবাসা। এইভাবে জীবনে চলার জন্য সাহস ও ভরসা দিও। আশা করব এই ভ্রাতৃদ্বিতীয়া আমাদের বন্ধন আরও দৃঢ় করে তুলবে!

78

আমাকে সর্বদা নিরাপদ রাখার জন্য ও আশীর্বাদ দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ ভাই। শুভ ভাইফোঁটার শুভেচ্ছা ও ভালোবাসা!

88

এই উৎসব আমাদের বন্ধনকে আগের চেয়ে আরও শক্তিশালী করুক এবং আনন্দ ও সমৃদ্ধি বর্ষণ করুক। শুভ ভাইফোঁটা ভাই!

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos