Viral Video: গল্পের গরু গাছে নয়, চড়ে বসেছে বাইকে! নেট দুনিয়ায় উঠেছে হাসির রোল এই দৃশ্য দেখে

Published : May 16, 2024, 01:59 PM ISTUpdated : May 16, 2024, 02:40 PM IST
Cow enjoy bike ride

সংক্ষিপ্ত

ইন্টারনেটে ভাইরাল হওয়া একটি ভিডিও সম্পর্কে বলছি। এই ভিডিওতে দেখা যাচ্ছে, একজন লোক তার বাইকে করে গরু নিয়ে যাচ্ছে। 

আজ, সোশ্যাল মিডিয়ার চোখ রাখলেই প্রতিদিন হাজার হাজার ধরনের কনটেন্ট চোখে পড়ে। ইন্টারনেটে শেয়ার করা কিছু ভিডিও ভুয়া আবার কিছু সত্যও। কিছু ভিডিও মানুষের মন ভালো করে দেয়, আবার কিছু কয়েক সেকেন্ডেই মন খারাপ করার জন্য যথেষ্ট। তার মধ্যেই এমন অনেক ভিডিও আছে যা মানুষকে অবাক করে এবং অনেক ভিডিও মানুষকে খুশি করে। এদিকে, আমরা ইন্টারনেটে ভাইরাল হওয়া একটি ভিডিও সম্পর্কে বলছি। এই ভিডিওতে দেখা যাচ্ছে, একজন লোক তার বাইকে করে গরু নিয়ে যাচ্ছে।

বাইক রাইডের আনন্দ নিচ্ছে গরু-

ভিডিওটি অন্য কোন দেশের তা স্পষ্ট নয়। তবে এই ভিডিওতে দেখা যাচ্ছে একজন ব্যক্তি বাইক চালাচ্ছেন। একটা বড় শিংওয়ালা গরু তার বাইকের সামনে বসে আছে। যে ব্যক্তি গাড়ি চালাচ্ছেন তার বাইকে বসার জায়গাও নেই, কিন্তু কোনও না কোনও ভাবে সে তার বাইক চালাচ্ছে। ছোটবেলায় বাবা যেভাবে অ্যাটলাস সাইকেলের সামনের হ্যান্ডেলবারে বাচ্চাদের বসিয়ে দিতেন ঠিক তেমনই। আমরা আপনাকে বলে রাখি যে গরুটি বাইকে চড়া হচ্ছে তা বেশ বড় এবং এর শিংও অনেক বড়।

 

 

ভাইরাল ভিডিওত দেখেই ভরে ওঠে হাসির রিয়্যাকসন-

তখন একই রাস্তা দিয়ে যাওয়া একটি গাড়ি এই দৃশ্য দেখে মোবাইলের ক্যামেরা অন করে। ক্যামেরায় রেকর্ডিংয়ের সময় দুজনের মধ্যে হালকা কিছু কথাবার্তাও হয়। বাইকে চড়ে গরুর মজা দেখে গাড়ির আরোহীরাও স্তম্ভিত হয়ে যায় এবং তারাও হাসতে থাকে। আমরা আপনাকে বলি যে এই ভিডিওতে গরুটি বাইকের সামনে খুব আরামে বসে আছে এবং তার শিং বের করে দিচ্ছে। আমাদের জানিয়ে দেওয়া যাক যে এই ভিডিওটি বিভিন্ন আইডি দিয়ে ইন্টারনেটে শেয়ার করা হচ্ছে। তবে এশিয়ানেট বাংলা এই ভিডিওটির কোনও সত্যতা যাচাই করেনি।

PREV
click me!

Recommended Stories

শীতে নানা রকম ডালিয়া পেতে প্রয়োজন গাছের সঠিক পুষ্টি, জানুন কোন খাবারে ফুটবে বাগান ভর্তি ডালিয়া
বাড়িতে সবচেয়ে বেশি জীবাণু এখানেই পাওয়া যায়