অনেকেই অভ্যাসবশত হাত বা পায়ের আঙুলে শব্দ করে থাকেন। কেউ কেউ ক্লান্তিবোধ করলে বা মানসিক চাপে থাকলেও আঙুলে শব্দ করেন। এই শব্দ শোনার মধ্যে একটা তৃপ্তি আছে বলে মনে হয়। অনেকে দিনে চার থেকে পাঁচবারও আঙুলে শব্দ করেন। বড়দের দেখাদেখি বাচ্চারাও এই অভ্যাস রপ্ত করে।