মেহেদীর রঙ গাঢ় করতে লবঙ্গ খুব কার্যকর। মেহেদী শুকিয়ে গেলে ৮-৯ টি লবঙ্গ তাওয়ায় ভেজে এর ধোঁয়া হাতে দিন। কিছুক্ষণের মধ্যেই মেহেদীর রঙ গাঢ় হয়ে যাবে। লবঙ্গের তেল লাগালেও মেহেদীর রঙ গাঢ় হয়।
25
লেবু এবং চিনির মিশ্রণ
মেহেদী শুকিয়ে গেলে তাড়াতাড়ি ঝরে যেতে পারে, ফলে রঙ ফিকে হয়ে যায়। লেবুর রসে পানি ও চিনি মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন। মেহেদী শুকোনোর পর এই মিশ্রণটি হালকা হাতে লাগান।
35
ভিক্স ব্যবহার করুন
ঠান্ডা-কাশিতে ব্যবহৃত ভিক্স মেহেদীর রঙ গাঢ় করতে পারে। মেহেদী তোলার পর হাতে ভিক্স লাগান, বিশেষ করে রাতে ঘুমানোর আগে। পরের দিন সকালে মেহেদীর রঙ গাঢ় হয়ে যাবে।