Rabindra Jayanti 2025: কবির লেখাতেই জানান তাঁর প্রতি শ্রদ্ধা, রইল রবীন্দ্র জয়ন্তীর সেরা শুভেচ্ছা বার্তার হদিশ

Published : May 09, 2025, 08:36 AM IST

Rabindra Jayanti 2025: রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে রইল বিভিন্ন অনুপ্রেরণামূলক বার্তা ও শুভেচ্ছা। রবিঠাকুরের বাণী স্মরণ করে জীবনের নানা দিক উন্মোচিত।

PREV
110

চির নূতনের দিল ডাক, পাঁচিশ বৈশাখ। রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে সকলকে জানাই শুভেচ্ছা। আর বিশ্ব কবির প্রতি রইল শ্রদ্ধা।

210

আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহহগন লাগে। তবুও শান্তি, তবুও আনন্দ, তবু অনন্ত জাগে। শুভ রবীন্দ্র জয়ন্তী।

410

আমার তৃষ্ণা তোমার সুধা তোমার তৃপ্তি আমার সুধা। - শুভ রবীন্দ্র জয়ন্তী।

510

মেঘ আমার জীবনে ভাসছে আর বৃষ্টি বা উত্তোলনের ঝড় বহন করবে না। তবে আমার সূর্যস্তের আকাশে রঙ যুক্ত করুন। রইল শুভ রবীন্দ্র জয়ন্তীর শুভেচ্ছা।

610

রবি ঠাকুরের জন্ম তিথি উপলক্ষ্যে তাঁকে জানাই শ্রদ্ধা। শুভ রবীন্দ্র জয়ন্তী।

710

রবি ঠাকুরের কথায় শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে জলের দিকে তাকিয়ে নদী পার হওয়া যায় না। এগিয়ে যাওয়া জীবনে উন্নতি হোক। শুভ রবীন্দ্র জয়ন্তী।

810

হে নূতন, দেখা দিক বার বার জন্মেরও প্রথম শুভক্ষণ। শুভ রবীন্দ্র জয়ন্তী।

910

সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। - রবি ঠাকুরের জন্মদিনে জানাই শুভেচ্ছা।

1010

উচ্চতায় পৌঁছানোর লক্ষ্য আপনার মধ্যে সুপ্ত রয়েছে। স্বপ্নের গভীরতা, প্রতিটি স্বপ্নের জন্য লক্ষ্য জয়ের আশা। শুভ রবীন্দ্র জয়ন্তী।

click me!

Recommended Stories