চির নূতনের দিল ডাক, পাঁচিশ বৈশাখ। রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে সকলকে জানাই শুভেচ্ছা। আর বিশ্ব কবির প্রতি রইল শ্রদ্ধা।
আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহহগন লাগে। তবুও শান্তি, তবুও আনন্দ, তবু অনন্ত জাগে। শুভ রবীন্দ্র জয়ন্তী।
মুক্ত করো ভয়, আপনা মাঝে শক্তি ধরো, নিজেরে করে জয়। শুভ রবীন্দ্র জয়ন্তী।
আমার তৃষ্ণা তোমার সুধা তোমার তৃপ্তি আমার সুধা। - শুভ রবীন্দ্র জয়ন্তী।
মেঘ আমার জীবনে ভাসছে আর বৃষ্টি বা উত্তোলনের ঝড় বহন করবে না। তবে আমার সূর্যস্তের আকাশে রঙ যুক্ত করুন। রইল শুভ রবীন্দ্র জয়ন্তীর শুভেচ্ছা।
রবি ঠাকুরের জন্ম তিথি উপলক্ষ্যে তাঁকে জানাই শ্রদ্ধা। শুভ রবীন্দ্র জয়ন্তী।
রবি ঠাকুরের কথায় শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে জলের দিকে তাকিয়ে নদী পার হওয়া যায় না। এগিয়ে যাওয়া জীবনে উন্নতি হোক। শুভ রবীন্দ্র জয়ন্তী।
হে নূতন, দেখা দিক বার বার জন্মেরও প্রথম শুভক্ষণ। শুভ রবীন্দ্র জয়ন্তী।
সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। - রবি ঠাকুরের জন্মদিনে জানাই শুভেচ্ছা।
উচ্চতায় পৌঁছানোর লক্ষ্য আপনার মধ্যে সুপ্ত রয়েছে। স্বপ্নের গভীরতা, প্রতিটি স্বপ্নের জন্য লক্ষ্য জয়ের আশা। শুভ রবীন্দ্র জয়ন্তী।
Sayanita Chakraborty