রোজ সাবান মেখে স্নান করেন? কী মারাত্মক ভুল করছেন, জানলে চমকে যাবেন

Published : Aug 17, 2024, 09:46 PM IST
Soap

সংক্ষিপ্ত

রোজ সাবান মেখে স্নান করেন? কী মারাত্মক ভুল করছেন, জানলে চমকে যাবে

গায়ে সাবান না মেখে স্নান করেন না? রোজ নিয়ম করে সাবান মেখে স্নান করেন? সপ্তাহে সাত দিনই গায়ে ব্যবহার করেন সুগন্ধি সাবান। তবে রোজ সাবান মাখলে দেখা দিতে পারে বেশ কিছু মারাত্মক সমস্যা।

বেশ কিছু গবেষণা থেকে দেখা যেকোনও ঋতুতেই রোজ সাবান মাখলে ত্বকের মারাত্মক কিছু ক্ষতি হতে পারে। সাবান সুগন্ধি করতে এতে প্রচুর কেমিক্যাল ব্যবহার করা হয়, যা ত্বকের ভীষণ ক্ষতি করতে পারে।

রোজ সাবান মাখলে ত্বক মারাত্মক খসখসে হয়ে যায় ও শুষ্ক হয়ে পড়ে। ত্বকের আদ্রতা নষ্ট হয়ে যায়। তাই রোজ সাবান ব্যবহার করা একেবারেই উচিত নয় । এ ছাড়াও মারাত্মক কিছু সমস্যা দেখা দেয় রোজ সাবান মেখে স্নান করলে,

অতিরিক্ত সাবান ব্যবহার করলে ত্বকের পিএইচের মান বদলে যেতে পারে। ত্বকের আদর্শ পিএইচের মাত্রা হল ৫.৫। সাবানের ক্ষারিয় পিএইচের মাত্রা ৯। যা ত্বকের পিএইচ মাত্রা বদলে দিতে পারে।

রোজ সাবান ব্যবহার করলে ত্বকের ন্যাচারাল অয়েলের ক্ষতি হয়। ত্বকের প্রাকৃতিক উজ্জ্বলতা নষ্ট হয়ে যায়। শুধু খারাপ নয় মারা যায় ভালো ব্যাকটেরিয়াও যারা ত্বককে বিভিন্ন সংক্রমণ থেকে বাঁচায়।

PREV
click me!

Recommended Stories

ঝাঁ চকচকে অফিসে বসেও কাজ করতে আপনার ইচ্ছা নেই? তাহলে হতে পারে এই কারণগুলি
মদ্যপানেই স্বস্তি ও ফুরফুরে মন, জবাব পাওয়া যেতে পারে মানুষের পূর্বপুরুষের অভ্যেস বিবেচনায়