Durga Puja 2024: নতুন জুতো পরলেই পায়ে ফোস্কা হয়? এই পুজোতে একদমই দেখা দেবে না এই সমস্যা! শুধু মাথায় রাখুন এই ট্রিক

নতুন জুতো পরলেই পায়ে ফোস্কা হয়? এই পুজোতে একদমই দেখা দেবে না এই সমস্যা! শুধু মাথায় রাখুন এই ট্রিক

পুজোর সময় পায়ে ফোস্কা পড়ার সমস্যায় পড়েন না এমন মানুষ প্রায় নেই বললেই চলে। নতুন জুতো পরে বেরলেই পায়ে মারাত্মক ভাবে ক্ষত তৈরি হয়। যার জন্য ঠাকুর দেখতে বেরিয়েও সমস্যার মুখে পড়তে হয়। চাইলেও আনন্দ করা যায় না। এক্ষেত্রে এমন কিছু উপায় রয়েছে যাতে ঝটপট পায়ে আরাম মিলতে পারে। আসুন জেনে নেওয়া যাক এমন কিছু উপায় যাতে পায়ে চট করে ফোস্কা পড়বে না।

পুজোর সময় নতুন জুতো কিনে কয়েকদিন আগে তা পরে ফেলুন। একেবারে নতুন জুতো পরে কখনই ঠাকুর দেখতে বেরবেন না এতে ফোস্কা পড়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এ ছাড়া নারকেল তেল মাখিয়ে রদে দিলে জুতো পরলে আর ফোস্কা পরে না। তাই এই উপায়ও মেনে চলতে পারেন।

Latest Videos

জুতো পড়ার আগে পায়ে ভাল করে নারকেল তেল মেখে নিতে পারেন এতে ফোস্কা পড়া থেকে মুক্তি পাওয়া যায়। এতে জুতো নতুন হলেও পরলে কষ্ট বোধ হয় না। 

এ ছাড়াও ভাল মশ্চারাইজার জুতোর মধ্যে ভাল করে লাগিয়ে রাখলে একদমই ফোস্কা পড়ার সম্ভাবনা থাকে না। তাই একটু ভারী কোনও মশ্চারাইজার ব্যবহার করতে পারেন। চাইলে জুতোর মধ্যেও মশ্চারাইজার মাখিয়ে রাখতে পারেন। এতেও কাজ দেবে।

খুব একটা শক্ত সোলের জুতো কিনবেন না। কম দামেও নরম জুতো পাওয়া যায় যাতে সমস্যা তৈরি হয় না। তাই জুতো বাছাই করার আগে একবার দেখে নিন। এ ছাড়াও এমন জুতো কিনুন যাতে পায়ে কষ্ট না হয়। পায়ের থেকে আকারে ছোট জুতো পরলে খপব সহজেই ফোস্কা পড়ে যায়।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today
কেন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছিল? আসল কারন ফাঁস করলেন Suvendu Adhikari, শুনলে চমকে উঠবেন