সুতির পোশাক ইস্ত্রি করবেন কীভাবে..?
উৎসব উপলক্ষে মেয়েরা বেশিরভাগ সময় সুতির পোশাক, কুর্তি পরতে পছন্দ করেন। আপনিও যদি দীপাবলিতে সুতির পোশাক পরার কথা ভেবে থাকেন, তাহলে ইস্ত্রি করার আগে পোশাকের উপর জল ছিটিয়ে নিন। এতে কাপড় নরম হয়ে যাবে। এর ফলে ইস্ত্রি করা সহজ হবে। সুতির পোশাক ইস্ত্রি করার আগে খুব বেশি তাপমাত্রা ব্যবহার করবেন না। তাপমাত্রা বেশি হলে কাপড় পুড়ে যেতে পারে। নাহলে পোশাক নষ্ট হয়ে যাবে। এছাড়াও, পোশাক উল্টে নিয়ে তারপর ইস্ত্রি করাই ভালো।