প্রতি মাসেই অযথা বাড়তি খরচ হচ্ছে? মেনে চলুন টাকা বাঁচানোর এই কার্যকরী কৌশলগুলি

Published : Jul 25, 2025, 06:07 PM IST
Money Making Tips

সংক্ষিপ্ত

Money Savings Tips: অর্থ সঞ্চয় করতে শুধু খরচ কমলেই হবে না দরকার পরিকল্পনা মাফিক বাজেট তৈরি করা। সঞ্চয়ের গুরুত্ব হয়তো আপনি এখন বুঝতে পারছেন না তবে মাস শেষে পকেটে টান এবং দরকারের সময় অর্থের অভাব হলেই মাথায় হাত পড়বে।

Money Savings Tips: বর্তমান অর্থনৈতিক অনিশ্চয়তার সময়ে মাসিক খরচ নিয়ন্ত্রণে রাখা ও ভবিষ্যতের জন্য সঞ্চয় গড়ে তোলা যতটা জরুরি, ততটাই কঠিনও। বে হিসেবে খরচে মাসের শেষে পকেটে টান পড়লে মাথায় হাত পড়ে তখনই। অথচ, তখন সঞ্চিত অর্থের নাগাল পাওয়া যায় না।

তাই মাসিক বেতন বা আয় হওয়ার সাথে সাথেই প্রয়োজন বুদ্ধি খাটিয়ে পরিকল্পনা করা, যার মাধ্যমে আপনি আপনার মাসিক ব্যয় নিয়ন্ত্রণ করতে পারবেন এবং ভবিষ্যতের জন্য অর্থ ভান্ডারও গড়ে তুলতে পারবেন।

অর্থ সঞ্চয়ের ৫টি কার্যকরী কৌশল

১। নোটবুকে খরচ লেখার অভ্যাস করুন

পুরনো দিনের এই অভ্যাস আজও অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে সমান প্রাসঙ্গিক। আপনি প্রতিদিন কোথায়, কত টাকা খরচ করছেন তা লিখে রাখলে মাস শেষে খরচের প্রবণতা সহজে ধরা পড়ে।

এর ফলে অপ্রয়োজনীয় ব্যয় চিহ্নিত করে তা কমানো যায়।

২। দ্বিতীয় উপার্জনের রাস্তা খুঁজুন

মাসিক সঞ্চয়ের পরিমাণ বাড়াতে চাইলে শুধুমাত্র বেতনের উপর নির্ভর না কড়ে দ্বিতীয় কোনো উপার্জনের রাস্তা খুঁজতে হবে। বাড়তি আয় সঞ্চয় করতে পারবেন তখন।

৩। বাইরের খাওয়ার অভ্যাস কমান

রোজ বাইরের খাবার খেলে খেলে দেখবেন অল্প অল্প করে করা খরচই মাস শেষে অনেকটা খরচ বাড়িয়ে দিয়েছে। ভালো কোনো মধ্যবিত্তের রেস্টুরেন্টে একবার খাওয়ার খরচে বাড়িতে তিনবেলা খাবার তৈরি করা যায়। এছাড়াও বাড়ির খাবারে স্বাস্থ্যও ভাল থাকে, সাথে সঞ্চয়ও হবে।

৪। চাহিদা ও প্রয়োজনের অধিক খরচ নয়

নিজের পরিবারের চাহিদার বেশি দ্রব্য ক্রয় করা বর্জন করেও আপনার সঞ্চয়ের পরিমাণ বাড়াতে পারেন খুব সহজে। অনেকসময় কিছু জিনিস আদপেও দরকার নয়, শুধু 'চাই' বলে কিনে ফেলেন, এই অভ্যাস বর্জন করলেই বড় অঙ্কের টাকা বাঁচানো সম্ভব।

৫। বাজেট তৈরি করুন

প্রতিটি মাসের শুরুতেই বাজেট ঠিক করুন। প্রয়োজনীয় খরচ, বিনোদন বা ফুর্তি করার খরচ, আপৎকালীন খরচ ইত্যাদির বাজেট তৈরী করুন। আয়ের অন্তত ২০% টাকাকে সঞ্চয়ের জন্য আলাদা করে রাখুন।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

বাড়িতে সবচেয়ে বেশি জীবাণু এখানেই পাওয়া যায়
বাড়ির বারান্দা সাজাতে ব্যবহার করতে পারেন এই কয়টি গাছের মধ্যে একটি, রইল তালিকা