
Durga Puja Home Decor Tips: পুজো তো প্রায় এসেই গেল। পুজোর সময় সকলেই কমবেশি করে আমরা শরীর চর্চা ত্বক চর্চার সাথে সাথে আমাদের ঘরের জিনিসপত্র থেকে শুরু করে নতুনভাবে সাজানোর চেষ্টা করি।
তাই উৎসবের মরশুমে ঘরও নতুন করে সাজিয়ে তুলতে চান অনেকেই। ইচ্ছা থাকলেও, টাকা ব্যয় করার সামর্থ্য থাকে না কারও কারও। আর্থিক দিকেও নজর দিতে হয় অনেককেই। তবে কয়েকটি সহজ কৌশলে অনায়াসে বাড়ির চেহারা বদলে আরও সুন্দর করে তোলা সম্ভব। জেনে নিন সেই কৌশল।
প্রথমেই ঘর পরিষ্কার করুন। ঘরের কোণে পড়ে থাকা অপ্রয়োজনীয় জিনিসপত্র সরিয়ে ফেলুন। ছিমছাম ঘর হয়ে উঠবে অনেক বেশি সুন্দর।
ঘরের আসবাবপত্র পরিবর্তন: ঘরে থাকা আসবাবপত্রের দিক পরিবর্তন করুন। বিছানা, আলমারির দিক বদল হলে দেখবেন ঘরের চেহারাই বদলে গিয়েছে। তাতে আরও সুন্দর হয়ে উঠবে গোটা ঘর। দেখতেও যেমন ভালো লাগবে, তেমন মনও ভালো হবে।
নতুন ফুল লাগান: ঘরে রাখা টেবিলে একগুচ্ছ টাটকা ফুল রাখতে পারেন। ফুলের সুবাস মন বদলে দিতে বাধ্য।
ঘরের ভেতর গাছ লাগান: ঘরের কোণের বদল করুন। চাইলে ঘরের ভিতরে রাখা যায় এমন গাছ রাখুন। একটুকরো সবুজ ঘরের চেহারা বদলে দেবে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।
ঘরের ভেতর শো-পিস রাখুন: ঘরের তাকগুলিতে ছোট ছোট শো-পিস রাখতে পারেন। তাতে খরচ পড়বে সামান্য। তবে বদলে যাবে ঘরের চেহারা। বাড়ির পর্দাগুলি বদলে ফেলুন। তাহলে দেখবেন জানলার চেহারা পরিবর্তন হবে। আরও সুন্দর হয়ে উঠবে আপনার বাড়ি।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।