House Clean Tips: উৎসবের আর হাতে গোনা মাত্র কয়েক দিনের অপেক্ষা। তারপরই শুরু বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আর পুজোর আগে ঘর সাফ করতে গিয়ে অ্যালার্জির সমস্য়ায় ভুূগছেন? মুশকিল আসানে রইল সহজ টিপস…
সবে সবে বর্ষা বিদায় নিয়েছে। ভাদ্রের পচা গরমে এই সময় পুজোর আগে আগে ঘেমেনেয়ে সবাই ঘরবাড়ি পরিস্কার পরিছন্ন শুরু করে। কিন্তু এই সাফাইয়ের কাজ করতে গিয়ে ধুলোবালিতে অনেকেই ডাস্ট অ্যালার্জির সমস্যায় ভোগেন। তার জন্য ঘরবাড়ি পরিস্কারের কাজে হাত দেওয়ার সময় সবসময় মুখে ভালো মানের এন-৯৫ মাস্ক ব্যবহার করুন। এতে সুক্ষ ধুলোকণা আটকাবে। সমস্যা মিটবে ডাস্ট অ্যালার্জির।
25
হ্যান্ড গ্লাভস ব্যবহার করুন
ঘরের দেওয়াল হোক কিংবা মেঝে পরিস্কার করতে গিয়ে ত্বকের সংস্পর্শে ধুলোবালি আসায় ত্বকে চুলকানি, জ্বালাপোড়ার মতোন সমস্যা দেখা দিচ্ছে? এর থেকে মুক্তি পেতে ঘরের কাজ করার সময় হ্যান্ড গ্লাভস পরে কাজ করুন। দেখবেন সুরক্ষা মিলবে। কাজ করতে অসুবিধা হবে না তেমন।
35
সঠিক সরঞ্জামের ব্যবহার
পুজোর আগে ঘরবাড়ি পরিস্কার করার সময় ধুলোবালি ঝাড়ার জন্য সঠিক সরঞ্জামের ব্যবহার করুন। এতে কষ্টও হবে কম এবং সরাসরি ডাস্ট অ্যালার্জির মতোন সমস্যা থেকেও মিলবে রেহাই। ব্যবহার করতে পারেন মাইক্রো ফাইবার দেওয়া কাপড় বা ভিজে কাপড়।
ঘরবাড়ি পরিস্কার পরিছন্নের কাজ করার সময় খেয়াল রাখুন বাড়ির জানালা দরজা সব ঠিকমত খোলামেলা আছে কীনা। ঘরের কজ করার সময় যদি বাতাস ঠিকমত চলাফেরা করতে পারে তাহলে ধুলো জমাট বাঁধার সম্ভাবনা কমে। এবং অ্যালার্জির মতো সমস্যায় ভুগতে হয় না।
55
পরিস্কারের পর স্নান জরুরি
ঘরের সাফসুতোর করে অবশ্যই ভালো ঠান্ডা জলে স্নান সারুন। এতে শরীর থেকে নোংরা বেরিয়ে যাবে। এছাড়াও সাবান শ্যাম্পু দিয়েও স্নান করতে পারেন। তাহলে অনেকটাই রিফ্রেশ লাগবে।