নতুন বছরের সেরা ১০ শুভেচ্ছা বার্তা, সোশ্যাল মিডিয়া থেকে পরিবার ও বন্ধু সকলের সঙ্গে শেয়ার করুন

নিউ ইয়ার মানেই খুশির আমেজ, নিউ ইয়ার মানেই কেক খাওয়া। নিউ ইয়ার মানেই পার্টি উপহার আর উৎসব মুখরিত পরিবেশ। এমন একটি দিনে পরিবার ও স্বজন-কে বা সোশ্যাল মিডিয়ার বন্ধুদের জানান হ্যাপি নিউ ইয়ারের একরাশ শুভেচ্ছা-

 

deblina dey | Published : Dec 31, 2023 8:34 AM IST
110

নতুন সকাল নতুন দিন, নতুন করে শুরু হোক নতুন বছর। সব কিছু হোক শুভ, যা কিছু স্বপ্ন আছে পূরণ হোক এই বছরে। 

Happy New Year 2024

210

আছে যত পুরনো স্মৃতি ফেলে রাখো পাশে, পুরানো সব কষ্টগুলি ভুলে যাও, নতুন বছরের শুভেচ্ছা জানাই তোমায়, তোমার এবং তোমার পরিবারের সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। হ্যাপি নিউ ইয়ার

310

জীবনে চলার পথে অনেক স্মৃতি মনে গেঁথে যায়, নতুন বছরের এই শুভ ক্ষণে সব খারাপ স্মৃতিকে সব পুরানো দুঃখকে ভুলে যাও, নতুন বছর শুরু হোক নতুনভাবে, নতুন আশা, নতুন প্রতিজ্ঞা নিয়ে। Happy New Year 2024

410

নতুন বছরে তোমার জীবনে শুরু হোক নতুন যাত্রা।

জীবন যেন সুখ শান্তি ও আনন্দময় হয়ে ওঠে এই কামনা নিয়ে তোমাকে জানাই,

নিউ ইয়ারের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। Happy New Year

510

নতুন বছরের প্রতিটি দিনে ঈশ্বরের আশীষ থাকুক তোমার জীবনে

সকল কাজে সফলতা পাও সমস্ত মনষ্কামনা পূর্ণ হোক,

হ্যাপি নিউ ইয়ার এর প্রীতি,শুভেচ্ছা ও অভিনন্দন জানাই-

610

জীবনের প্রতিটি মুহূর্ত থেকে সমস্ত নেগেটিভিটি দূর হয়ে যাক, সম্পূর্ণ জীবন ভরে যাক আলোকে প্রতিটি অসম্ভব কাজকে সম্ভব করে তোলো Happy New Year 2024

710

প্রতিটা বিষয়ের যেমন শুরু থাকে তেমন শেষও থাকে তাই নতুন বছরের জন্য কামনা করি,

তোমার জীবন আনন্দ ও সুখে যেন ভরে উঠুক কখনও যেন শেষ না হয় Happy New Year 2024

810

যতটুকু ভুল ছিল শুধরে নেবো সবটাই,

না পাওয়ার কষ্ট গুলো ভুলে যাবো সবাই

সকলকে বাসবো ভালো মুখে রেখে হাসি,

পুরনো দিন ভুলে আগামীকে ভালোবাস।।

সকলের ভালো প্রত্যাশা নিয়ে শুরু হোক নতুন বছর।

Happy New Year 2024

910

নতুন বছরের আগমনে ক্লান্তি যাক দূরে,তোমার জীবন হোক সুন্দর অতীতকে যাও ভুলে।

নতুন করে সাজাও তুমি জীবনটাকে আবার,সাজাও তুমি নতুন বছর নিজের মতো করে,

আনন্দ আর খুশি আসুক, দুঃখ যাক সরে।

Happy New Year

1010

নতুন বছরের আগমনে ক্লান্তি যাক দূরে,তোমার জীবন হোক সুন্দর অতীতকে যাও ভুলে।

নতুন করে সাজাও তুমি জীবনটাকে আবার,সাজাও তুমি নতুন বছর নিজের মতো করে,

আনন্দ আর খুশি আসুক, দুঃখ যাক সরে।

Happy New Year

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos