পালিত হচ্ছে ‘দ্য ডে অফ আনবর্ন বেবি’, জেনে নিন কোন উদ্দেশ্য পালনে দিনটি পালিত হয়

২৫ মার্চ পালিত হয় ‘দ্য ডে অফ আনবর্ন বেবি’। এই দিনটি সেই সকল বাচ্চাকে উৎসর্গ করা হয়, যাদের জন্মের আগেই মৃত্যু হয়ে থাকে। প্রতি বছর এই দিনটি তাদের জন্য পালিত হয়।

প্রতি বছর ২৫ মার্চ পালিত হয় ‘দ্য ডে অফ আনবর্ন বেবি’। এই দিনটি সেই সকল বাচ্চাকে উৎসর্গ করা হয়, যাদের জন্মের আগেই মৃত্যু হয়ে থাকে। প্রতি বছর এই দিনটি তাদের জন্য পালিত হয়।

১৯৯৩ সালে জন্ম নেওয়ার অধিকারকে স্মরণ করার জন্য দিনটি পালিত হয়ে আসছে। এই দিন গর্ভপাতের কারণে প্রয়াত শিশুদের স্মরণ করাই হল আসবল উদ্দেশ্য। এই বিশেষ দিনে, সারা বিশ্ব জুড়ে নানান সচেতনতা মূলক কর্মসূচী গ্রহণ করা হয়। ‘সকলের জন্ম নেওয়ার অধিকার আছে’, এই বার্তাই প্রচার করা হয় এই দিন।

Latest Videos

সন্তানের জন্ম দেওয়া খুবই বিশেষ মুহূর্ত। একজন মহিলার গর্ভবতী হওয়ার খবর পরিবারে নিয়ে আসে আনন্দ। বাড়ি হয়ে ওঠে উৎসব মুখর। কিন্তু, অনেক সময় ইচ্ছাকৃত ভাবে গর্ভস্থ বাচ্চার মৃত্যু ঘটানো হয়। সেই সকল মানব ভ্রণের জীবনকে মর্যাদা ও মূল্য দেওয়ার জন্য পালিত হচ্ছে ‘দ্য ডে অফ আনবর্ন বেবি’।

প্রতি বছর এই দিনটি পালনে একটি নির্দিষ্ট থিম থাকে। এবছরের থিম হল ‘এখনও জন্ম নেওয়া শিশুদের মর্যাদা ও মূল্য’। এটি শিশুহত্যা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করে যা গর্ভপাত বন্ধ করার বার্তা দেয়। দিনটি সন্তান জন্মদানের সঙ্গে যুক্ত ইতিবাচক আবেগ উদযাপন করে। এটি জোর দেয় যে প্রতিটি জীবন গুরুত্বপূর্ণ ও গর্ভাবস্থার পর্যায়কে লালন করে। ভ্রণহত্যা একটি অপরাধ- এমই বার্তা প্রচার করা হয়।

‘দ্য ডে অফ আনবর্ন বেবি’ বা ‘অনাগত শিশু দিবস’ দিনটি প্রায়ত পোপ দ্বিতীয় জন পল-র সঙ্গে সম্পর্ক যুক্ত। তিনি গর্ভপাতের চিকিৎসার বিরোধী ছিলেন। আর্জেন্টিনার প্রাক্তন রাষ্ট্রপতি, প্রয়াত কার্লোস মেনেম, আনুষ্ঠানিকভাবে ২৫ মার্চ ১৯৯৯ তারিখ বুয়েনস আইরেসে আর্জেন্টিনায় ‘দ্য ফিস্ট অফ মেরি’-র অ্যানানসিয়েশনকে ‘দ্য ডে অফ আনবর্ন বেবি’ হিসেবে ঘোষণা করেন। মেনেম এর আগে পোপ জন পল ২-র সঙ্গে দেখা করেছিলেন। তাঁকে অনাগত শিশুদের সম্মানে কিছু প্রতিশ্রুতি দিয়েছিলেন বলে জানা যায়। অনাগত শিশুদের সম্মানে কিছু করার প্রতিশ্রুতি দিয়েছিলেন বলে জানা যায়।

সে যাই হোক, প্রায়শই পালিত হয় এমন বিশেষ বিশেষ দিন। কোনও গুরুত্ব বিষয় জনগণের মধ্যে সচেতনতা প্রচারে পালিত হয় বিশেষ বিশেষ দিন। এই উদ্দেশ্য নিয়েই আজ পালিত হচ্ছে ‘দ্য ডে অফ আনবর্ন বেবি’।

 

আরও পড়ুন:

নীরব ঘাতক হয়ে উঠছে লবণ, ৭০ লাখ মানুষের জীবন আশঙ্কার মুখে, জেনে নিন কীভাবে নিজেকে রক্ষা করবেন

Ujjwala Yojana: এলপিজি সিলিন্ডারে আরও এক বছর ভর্তুকি, উজ্জ্বলা যোজনার অধীনে কেন্দ্রীয় সরকারের বড় ঘোষণা

Ramadan 2023: রমজান মাসে মুসলিমদের কাছে গুরুত্বপর্ণ ফল খেজুর, জানুন খেজুরের চারটি উপকারিতা

 

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury