মাথায় থাকবে না আর একটাও পাকা চুল! কালো মখমলের মতো চুলে ঢেকে যাবে মাথা
পাকা চুলকে বার্ধক্যের লক্ষণ বলা হয়। তবে এখন যেকোনও বয়সেই চুল পেকে যেতে পারে। সূর্যালোকের অতিরিক্ত এক্সপোজার, জেনেটিক্স এবং পুষ্টির অভাবের কারণেও চুল পেকে যায় ।
তবে পাকা চুল নিরাময়ের উপায় রয়েছে। ডাই ছাড়াই কালো চুল পাওয়া খুব একটা কঠিন ব্যাপার না। এক্ষেত্রে কীভাবে চুল কালো করবেন তার উপায় জেনে নেব-
নারকেল তেল- এই আয়ুর্বেদিক তেল ব্যবহারে চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত উপকার হয়। এই তেলে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে। নারকেল তেল সূর্যালোকের ক্ষতিকর রশ্মি থেকে চুলকে রক্ষা করে এবং ক্ষতিকারক ফ্রি র্যাডিকেলে দূর হয়ে যায়।
লেবুর রস- লেবুর রসের সঙ্গে নারকেল তেল লাগালে পাকা চুল দূর হয়। চুলকালো করতে এবং মাথায় জমে থাকা ময়লা দূর করতেও এই তেল কার্যকর। ৩ চামচ নারকেল তেল এবং সমপরিমাণ লেবুর রস মিশিয়ে রোজ মাথায় ম্যাসাজ করতে হবে।
এ ছাড়া মেহেন্দি ও মেথীও চুল কালো করতে সাহায্য করে। তাই মেথি নারকেল তেলে ফুটিয়ে মাথায মেখে রাখতে পারেন এতে পাকা চুলের সমস্যা দূর হয়ে যায়।