বাগানের সব গাছে ফল ধরবে, ফুলে ভরে যাবে ডাল, পাতা বাহারের রূপও হবে চমৎকার! রইল গোপন টোটকা
বাগান করার সখ অনেকেরই রয়েছে। তবে সখের এই বাগান করা খুব একটা সহজ কাজ নয়। সাকসবজি হোক ফুল বা পাতা বাহার যেকোনও গাছ সুস্থ ভাবে বাঁচিয়ে রাখতে খাটনি হয়। এক্ষেত্রে মাটির যত্ন নেওয়া ভীষণ প্রয়োজন। বাড়িতে বাগান করার ক্ষেত্রে মাটির যত্ন নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাটি ভাল না থাকলে গাছ ভাল হবে না। মাটি উর্বর থাকলে তরতরিয়ে গাছ বাড়ে। কিন্তু মাটির উর্বরতা বাড়াতে বেশ কিছু নিয় মানতে হয়। আসুন জেনে নেওয়া যাক এমন কিছু টিপস যা মাটির উর্বরতা বাড়াতে সাহায্য করে।
গাছ দিয়ে সার- গাছের পাতা, ডাল বা অবশিষ্ট অংশ পচিয়ে হিউমাস তৈরি করতে পারেন। গাছের পরিচর্যায় অত্যন্ত উপকারী এই হিউমাস। ফলন ভালো করতে অত্যন্ত সাহায্য করে এই সার। পাতা বাহারের স্বাস্থ ভাল হয় ও ফুল ফোটাতেও হিউমাস কার্যকর।
বালি, কাদা, এবং চারকোল মেশালে মাটি ভালো হয়।। এই উপাদানগুলিতে প্রচুর পরিমানে মিনারেল আছে যা মাটির উর্বরতা বাড়ায় এবং গাছের বৃদ্ধি করে। গাছের পাতা সতেজ থাকে।
অর্গানিক সার ব্যবহার করা যেতে পারে। প্রাকৃতিক সার গাছের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। অর্গানিক সারে কোনও কেমিক্যাল থাকে না তাই গাছ রোগাক্রান্ত কম হয় ও সুস্থ থাকে। গাছের দুর্দান্ত ফলন দিতে সাহায্য করে এই সার।
মাঝে মধ্যে বাগানের মাটি খুঁড়ে নিতে হবে। মাটি মাঝে মধ্যে খুঁড়লে গাছের গঠন আরও মজবুত হয় ও সতেজ হয়। তাই নিয়ম করে গাছের গোড়া সপ্তাহে একবার হলেও খোদাই করতে হবে।
এ ছাড়া রান্নাঘরে ফেলে দেওয়া শাস-সবজির খোসা, চায়ের পাতা, ফলের খোসা জমিয়ে সার বানাতে পারেন।এই সার গাছের জন্য অত্যন্ত ভাল।