মিনিটের মধ্যে উধাও হবে সাদা কাপড়ে লেগে থাকা দাগ! এই ট্রিক জানা থাকলে নিমেষের মধ্যে পালাবে জামায় লাগা তেল, ঝোলের দাগ

মিনিটের মধ্যে উধাও হবে সাদা কাপড়ে লেগে থাকা দাগ! এই ট্রিক জানা থাকলে নিমেষের মধ্যে পালাবে জামায় লাগা তেল, ঝোলের দাগ

Anulekha Kar | Published : Sep 24, 2024 9:27 PM
17
কাপড়ে দাগ লাগলেই মিনিটের মধ্যে উধাও হবে!

সাদা জামা-কাপড় থেকে দাগ তোলা অত্যন্ত কঠিন সমস্যা হয়ে দাঁড়ায় বেশিরভাগ ক্ষেত্রে সাদা জামায় কোনও দাগ লেগে গেলে তা তোলা বেশ মুশকিল হয়ে পড়ে।

27
কাপড়ে দাগ লাগলেই মিনিটের মধ্যে উধাও হবে!

এক্ষেত্রে সহজ কিছু টিপস মানলে চট করে সাদা কাপড়ে লেগে থাক তোলা যায়।

37
কাপড়ে দাগ লাগলেই মিনিটের মধ্যে উধাও হবে!

কখনই কাপড়ের উপরের দাগ লাগলে তা ঘষা চলবে না। পারলে একটা টিস্যু দিয়ে আলতো আলতো করে চাপ দিন ট্যাব করুন যাতে অতিরিক্ত তেল টিস্যুতে লেগে যায়।

47
কাপড়ে দাগ লাগলেই মিনিটের মধ্যে উধাও হবে!

কাপড়ের দাগ তুলে বেকিং সোডা ব্যবহার করা যেতে পারে। বেকিং সোডা জামা-কাপড়ের দাক তুলতে অত্যন্ত উপকারী। কাপড়ের ওপর বেকিং সোডা লাগিয়ে অন্তত ১৫ মিনিট ব্রাশের সাহায্যে দাগ পরিষ্কার করার চেষ্টা করুন এবং যথারীতি কাপড় ধুয়ে ফেলুন। দাগ হালকা হবে।

57
কাপড়ে দাগ লাগলেই মিনিটের মধ্যে উধাও হবে!

তেলের দাগ দূর করতে ভিনিগার ব্যবহার করা যেতে পারে। পরিমাণ মতো জলে ভিনিগার মিশিয়ে এই মিশ্রণে দাগযুক্ত কাপড় ভিজিয়ে রাখতে হবে। এরপর আধ ঘণ্টা পর কাপড়টি ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিন। দেখবেন কাপড় থেকে তেলের দাগ আগের চেয়ে কম দেখা যাচ্ছে বা একেবারেই দেখা যাচ্ছে না।

67
কাপড়ে দাগ লাগলেই মিনিটের মধ্যে উধাও হবে!

সবজি ছাড়াও অন্য কোনো কিছুতে তেলের দাগ থাকলে লেবু ও বেকিং সোডা ব্যবহার করা যেতে পারে।

77
কাপড়ে দাগ লাগলেই মিনিটের মধ্যে উধাও হবে!

এর জন্য সামান্য বেকিং সোডা নিয়ে এতে একটি পাতলা দ্রবণ তৈরি করতে লেবুর রস যোগ করুতে হবে। এবার এই মিশ্রণটি দাগের উপর লাগিয়ে আধ ঘণ্টা রেখে তারপর কাপড়টি ধুয়ে ফেলুন। এভাবে কাপড় থেকে তেলের দাগ দূর হয়ে যায়।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos